Advertisement
E-Paper

হায়দরাবাদের ক্যাপ্টেন কে, ধোঁয়াশা দূর করলেন মুডি

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এ বারের আইপিএল শুরু করছে সানরাইজার্স হায়দরাবাদ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৯ ১৩:৫৫
তারকা প্রথায় বিশ্বাসী নয় হায়দরাবাদ। —ফাইল চিত্র।

তারকা প্রথায় বিশ্বাসী নয় হায়দরাবাদ। —ফাইল চিত্র।

সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্বে কে? তা নিয়ে চলছিল জোর জল্পনা।

গত বার হায়দরাবাদের ক্যাপ্টেন ছিলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। আইপিএলের দ্বাদশ সংস্করণের আগে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে চোট পান কিউয়ি অধিনায়ক। সেই চোটের লাল চোখের জন্যই উইলিয়ামসনের আইপিএল খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়।

আইপিএল নিয়ে খেলুন কুইজ

সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ টম মুডি ধোঁয়াশা দূর করে জানিয়ে দিয়েছেন উইলিয়ামসনই এ বার দলকে নেতৃত্ব দেবেন। তাঁর ডেপুটি হবেন ভুবনেশ্বর কুমার। মুডি বলছেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেট মহলে কেনকে সবাই শ্রদ্ধা করে। গত বার দলকে দারুণ নেতৃত্ব দিয়েছে।’’

আরও পড়ুন: মাহি-ভাই স্টাম্পের পিছনে থাকলে বোলিং অনেক সহজ, উপলব্ধি কুলদীপের

আরও পড়ুন: প্রথম ম্যাচ থেকে ওঠা অর্থ পুলওয়ামা শহিদদের পরিবারদের দেবেন ধোনিরা

অর্থাৎ এ বারও উইলিয়ামসনকেই নেতা হিসেবে দেখছে সানরাইজার্স। বল বিকৃতি কাণ্ডে নির্বাসন কাটিয়ে ফিরে এসেছেন ডেভিড ওয়ার্নার। তাঁরও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। মুডি বলছেন, ‘‘সানরাইজার্সের হয়ে ওয়ার্নার যা অর্জন করেছে, তাতে আমরা গর্বিত। ওয়ার্নার আমাদের প্রিমিয়ার ব্যাটসম্যান। আমার বিশ্বাস সানরাইজার্সের হয়ে অতীতের মতোই অবদান রাখবে ওয়ার্নার।’’

সানরাইজার্সে তারকা ক্রিকেটারের উপস্থিতি থাকলেও দলের মেন্টর ভিভিএস লক্ষ্ণণ জানাচ্ছেন, তারকা প্রথায় বিশ্বাস করে না হায়দরাবাদ। দলের প্রত্যেকে নিজেদের উজাড় করে দেবে মাঠে, এটাই ইউএসপি সানরাইজার্স হায়দরাবাদের। লক্ষ্মণ বলছেন, ‘‘আমাদের দলে সুপারস্টার সংস্কৃতি নেই। দলের প্রত্যেকে নিজেদের সেরাটা দেবে এটাই আমরা চাই।’’

টিম গেমের উপরে ভরসা করেই ২০১৮ সালে ফাইনালে পৌঁছেছিল সানরাইজার্স। ফাইনালে তাদের হার মানতে হয় চেন্নাই সুপার কিংসের কাছে।

লক্ষ্মণ জানাচ্ছেন, নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল, ইংল্যান্ডের জনি বেয়ারস্টো দলে আসায় গত বারের থেকেও এ বারের দলটার ভারসাম্য ভাল। সানরাইজার্স এ বার কী করে সেটাই দেখার।

IPL Kane Williamson Sunrisers Hyderabad Tom Moody
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy