Advertisement
০২ মে ২০২৪

পেসাররা অবিশ্বাস্য, বলছেন কপিল

চেন্নাইয়ে এক অনুষ্ঠানে কিংবদন্তি পেসার বলেন, ‘‘গত ১৫ মাসে অন্য কোনও দলের পেসাররা এত ভাল পারফরম্যান্স করেনি। ভারতীয় দলও খুব ভাল করছে। এত ভাল করেছে যে, আমার আর কিছু বলার দরকার নেই। অবিশ্বাস্য!’’

পর্যবেক্ষণ: ম্যাচের আগের দিন পিচ দেখছেন চেতেশ্বর পূজারা। এপি

পর্যবেক্ষণ: ম্যাচের আগের দিন পিচ দেখছেন চেতেশ্বর পূজারা। এপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৯ ০৩:৫৮
Share: Save:

ভারতীয় দলের পেস বিভাগের প্রশংসায় পঞ্চমুখ কপিল দেব। তাঁর মতে, অস্ট্রেলিয়ায় চলতি টেস্ট সিরিজে ভারতীয় পেসারদের পারফরম্যান্স ‘অবিশ্বাস্য’।

চেন্নাইয়ে এক অনুষ্ঠানে কিংবদন্তি পেসার বলেন, ‘‘গত ১৫ মাসে অন্য কোনও দলের পেসাররা এত ভাল পারফরম্যান্স করেনি। ভারতীয় দলও খুব ভাল করছে। এত ভাল করেছে যে, আমার আর কিছু বলার দরকার নেই। অবিশ্বাস্য!’’ ভারত অধিনায়ক বিরাট কোহালির আগ্রাসন নিয়ে অনেক চর্চা হলেও কপিল বলছেন, ‘‘এম এস ধোনি তো শান্ত স্বভাবের ছিল। সেটা ভাল, না খারাপ? প্রত্যেক নেতারই নিজস্ব একটা ভাবনা থাকে। এটা কী ভাবে নেবেন, সেটা আপনার ব্যাপার। ভাল পারফরম্যান্সই আসল কথা। দু’টো মানুষ তো আর সমান হতে পারে না। কোনও খেলোয়াড়ের খেলা দেখে তাকে বিচার করা উচিত। তার পছন্দ, অপছন্দ অন্যদের চেয়ে আলাদা হতেই পারে। ভারত যত ক্ষণ জিতছে, ততক্ষণ এ সব নিয়ে ভাবিই না।’’

ভারতীয় ক্রিকেটে পেস সংস্কৃতি আসায় খুশি কপিল বলেছেন, ‘‘এটা দু’বছর নয়, অন্তত ২০ বছরের চেষ্টার ফল। কারণ, ভারতীয় ক্রিকেটের দিশাই বদলে যাচ্ছে।’’ ভাল পারফরম্যান্সের জন্য নিখুঁত প্রস্তুতিও দরকার বলে মনে করেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE