অজিঙ্ক রাহানের ভারতকে অভিষেক টেস্টে স্পিন-জুজুর হুমকি দিয়েছিল আফগানিস্তান। চব্বিশ ঘণ্টাও কাটল না, পাল্টা হুঁশিয়ারি এল ভারতীয় শিবির থেকে।
আফগান অধিনায়ক আসগর স্ট্যানিকজাই সোমবার জানিয়েছিলেন, ভারতীয় স্পিনারদের চেয়ে রশিদ খান, মুজিব-উর-রহিমরা নাকি অনেক বেশি ভয়ঙ্কর! চার স্পিনারের স্কোয়াড সাজিয়ে এসেছেন তাঁরা। স্পিনই তো মারণাস্ত্র হবে।
মঙ্গলবার দীনেশ কার্তিক অবশ্য সেই দাবি উড়িয়ে দিলেন একেবারে। বললেন, ‘‘রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজার অভিজ্ঞতাকে হালকা ভাবে নিলে তা ভুল হবে।’’ ভারতীয় দলের প্রস্তুতি চলার ফাঁকে কার্তিক শোনালেন, ‘‘দিনের শেষে অভিজ্ঞতার যে কত গুরুত্ব, তা আইপিএলে সিএসকে দলকে দেখলেই বোঝা গিয়েছে। আমি নিশ্চিত, আফগান বোলাররা এই টেস্টের অভিজ্ঞতা থেকে উন্নতি করবে। আমি জানি না ওদের অধিনায়ক ঠিক কী বলেছে, তবে আমাদের যে অনেক অভিজ্ঞতা, তা মানতেই হবে। শুধু টেস্টের কথাই বলছি না। প্রচুর ঘরোয়া ক্রিকেট, অনেক চার দিনের ম্যাচ খেলার কথাও বলছি।’’ প্রসঙ্গত, অশ্বিন ও জাডেজা মিলিয়ে টেস্টে মোট ৪৭৬টি উইকেট নিয়েছেন।