Advertisement
২০ এপ্রিল ২০২৪

কাটসুমি নর্থ-ইস্ট ইউনাইটেডে

সুব্রত পালের পর এবার নর্থ-ইস্ট ইউনাইটেডে যোগ দিলেন কাটসুমি ইউসা। এই আইএসএল-এ আগে থেকেই দল গোছাতে শুরু করে দিয়েছে জন আব্রাহামের দল। লক্ষ্য ভাল ফল করা। প্রথম দুই আইএসএল একদমই ভাল যায়নি উত্তর-পূর্বাঞ্চলের এই দলের।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মে ২০১৬ ২১:১৫
Share: Save:

সুব্রত পালের পর এবার নর্থ-ইস্ট ইউনাইটেডে যোগ দিলেন কাটসুমি ইউসা। এই আইএসএল-এ আগে থেকেই দল গোছাতে শুরু করে দিয়েছে জন আব্রাহামের দল। লক্ষ্য ভাল ফল করা। প্রথম দুই আইএসএল একদমই ভাল যায়নি উত্তর-পূর্বাঞ্চলের এই দলের। শেষের দিকেই শেষ করতে হয়েছে। সেমিফাইনালের ধারে কাছেও পৌঁছতে পারেনি। এবার তাই লক্ষ্যটা বড়।

সুব্রত পাল, শৌভিক ঘোষ, নির্মল ছেত্রীদের গত সপ্তাহেই চুক্তিবদ্ধ করিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। এবার তুলে নিল মোহনবাগানের জাপানী মিডিওকে। বেশ কয়েক বছর ধরে সাফল্যের সঙ্গেই ভারতীয় ফুটবলে নিজেকে পরিচিত করিয়েছেন কাটসুমি। তাঁকে দলে নেওয়ার পর মালিক জন আব্রাহাম বলেন, ‘‘কাটসুমিকে দলে নিয়ে দারুণ ভাল লাগছে। আমি ব্যাক্তিগত ভাবে কাটসুমির খেলা দেখেছি নিয়মিত। আর আমি ওর খেলায় খুব খুশি। ভারতীয় ফুটবলে এই মুহূর্তে কাটসুমিকে নতুন করে পরিচিত করার কোনও প্রয়োজন নেই। ফেডারেশন কাপ, এএফসি কাপ, আই লিগের মতো আসরে দলে নিজের ভূমিকা রেখেছেন তিনি।’’

২০০৭ এজে লিগ দিয়ে শুরু তাঁর ফুটবল কেরিয়ার। ২০১১তে যোগ দেন ওএনজিসিতে। এর পর মোহনবাগান।

আরও খবর

সুব্রত পালকে দলে নিয়ে জয়ের হুঙ্কার জনের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Katsumi yusa ISL North-East United Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE