Advertisement
E-Paper

নর্থইস্টে কাতসুমি

সুব্রত পাল, সৌভিক ঘোষ, নির্মল ছেত্রীদের আগেই নেওয়া হয়ে গিয়েছে। আইএসএল থ্রি-তে নর্থইস্ট ইউনাইটেড এফসি এ বার সই করাল ফেড কাপ চ্যাম্পিয়ন মোহনবাগানের জাপানি উইঙ্গার কাতসুমি ইউসাকে। প্রথম দুই আইএসএলে শেষ চারে পৌঁছতে না পারায় এ বার সাফল্য পেতে মরিয়া টিম মালিক জন আব্রাহাম।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০১৬ ০৩:৩৮
নর্থইস্ট ইউনাইটেডে সই করলেন কাতসুমি। মোহনবাগানের জাপানি উইঙ্গারকে সরকারি ভাবে নিজের টিমের জার্সি পরিয়ে নর্থইস্ট ফ্র্যাঞ্চাইজির মালিক জন আব্রাহাম। ছবি: টুইটার

নর্থইস্ট ইউনাইটেডে সই করলেন কাতসুমি। মোহনবাগানের জাপানি উইঙ্গারকে সরকারি ভাবে নিজের টিমের জার্সি পরিয়ে নর্থইস্ট ফ্র্যাঞ্চাইজির মালিক জন আব্রাহাম। ছবি: টুইটার

সুব্রত পাল, সৌভিক ঘোষ, নির্মল ছেত্রীদের আগেই নেওয়া হয়ে গিয়েছে। আইএসএল থ্রি-তে নর্থইস্ট ইউনাইটেড এফসি এ বার সই করাল ফেড কাপ চ্যাম্পিয়ন মোহনবাগানের জাপানি উইঙ্গার কাতসুমি ইউসাকে। প্রথম দুই আইএসএলে শেষ চারে পৌঁছতে না পারায় এ বার সাফল্য পেতে মরিয়া টিম মালিক জন আব্রাহাম। সূত্রের খবর কাতসুমির পর মঙ্গলবার নর্থইস্ট সই করাতে চলেছে গত বছরের চ্যাম্পিয়ন চেন্নাইয়ান এফসি-র ব্রাজিলীয় ডিফেন্ডার মেলসন আলভেজকে।

কাতসুমিকে এ দিন সরকারি ভাবে নিজের টিমের জার্সি পরিয়ে জন বলেন, ‘‘কাতসুমির খেলা দেখেছি। ওর গতি টিমের একটা সম্পদ।’’

Katsumi North East United ISL
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy