Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ব্যাটসম্যান ধোনির ছায়ায় চাপা পড়ছে কিপার ধোনি: গাওস্কর

পুণের স্মৃতি ভুলে রাঁচিতে শ্রীলঙ্কাকে দুরমুশ করে সিরিজে সমতা ফিরিয়ে ভারত। ব্যাটে বলে চান্ডিমলদের একেবারে উড়িয়ে দিয়েছে ধোনিরা। কিন্তু সব কিছু ছাপিয়ে সামনে এসেছে মহেন্দ্র সিংহ ধোনির অসাধারণ কিপিং। লঙ্কা ইনিংসের প্রথম ওভারেই অশ্বিনের বলে দিলশনকে স্টাম্প করেন ধোনি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২৫
Share: Save:

পুণের স্মৃতি ভুলে রাঁচিতে শ্রীলঙ্কাকে দুরমুশ করে সিরিজে সমতা ফিরিয়ে ভারত। ব্যাটে বলে চান্ডিমলদের একেবারে উড়িয়ে দিয়েছে ধোনিরা। কিন্তু সব কিছু ছাপিয়ে সামনে এসেছে মহেন্দ্র সিংহ ধোনির অসাধারণ কিপিং। লঙ্কা ইনিংসের প্রথম ওভারেই অশ্বিনের বলে দিলশনকে স্টাম্প করেন ধোনি। এত দ্রুততায় ওই স্টাম্পিং হয় যে, টি২০-তে ভারতের অন্যতম সেরা জয়কে ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে সেই স্টাম্পিং।

ধোনির প্রশংসায় পঞ্চমুখ সুনীল গাওস্কর। তাঁর মতে, “অসাধারণ ব্যাটিংয়ের ছায়ায় ধোনির কিপিং সত্ত্বা চাপা পড়ে যাচ্ছে। ও যে কী দুর্ধর্ষ কিপিং করে, তার প্রমাণ আমরা বহু বার পেয়েছি। সর্বশেষ প্রমাণ পেলাম কালকে। অসাধারণ রিফ্লেক্স না থাকলে এই ধরনের স্টাম্পিং করা যায় না। কিন্তু আলোচনা হয় শুধুমাত্র ওঁর ব্যাটিং নিয়েই।” অধিনায়ক ধোনিরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক গাওস্কর। “উইকেট কিপিং এমনিতেই খুব কঠিন কাজ। তার সঙ্গে যদি সর্বক্ষণ দলের বাকি ১০ জনকে নির্দেশ দিতে হয়, সেটা আরও কষ্টকর হয়ে যায়”— দাবি সুনীলের।

আরও পড়ুন:
ভারতীয় ক্রিকেটে গবেষণা বলে কিছু নেই: ধোনি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

dhoni gavaskar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE