টমাস কাপে সাফল্য আনতে তিনি এতটাই মরিয়া ছিলেন যে, ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দলের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম দিয়েছিলেন ‘উই উইল ব্রিং ইট হোম’। ইন্দোনেশিয়াকে হারিয়ে ভারতের প্রথম বার টমাস কাপ জেতার পরে জানালেন কিদম্বি শ্রীকান্ত।
ফাইনালে ভারত হারিয়েছে ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে। রবিবার তাইল্যান্ডে ভারতের লক্ষ্য সেন, সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি ও শ্রীকান্ত নিজেদের ম্যাচ জেতায় ভারতকে ফিরতি ডাবলস ও সিঙ্গলস ম্যাচ খেলতে হয়নি। ৩-০ জিতে ইতিহাস তৈরি করে ভারতীয় ব্যাডমিন্টনের পুরুষ দল।
ম্যাচের পরে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার প্রতিনিধিকে শ্রীকান্ত বলেন, ‘‘প্রতিযোগিতা শুরুর এক সপ্তাহ আগে থেকেই আমাদের আত্মবিশ্বাস বেড়েছিল। তখনই দলের গণমাধ্যমে ওই গ্রুপ তৈরি হয়েছিল। আমরা জানতাম টমাস কাপ জেতার জন্য যোগ্য এই দল। কিন্তু খেতাব হাতে তুলতে গেলে আমাদের ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজনীয় ছিল।’’ যোগ করেন, ‘‘ব্যাঙ্ককে আসার পরে আমাদের দল ভাল খেলতে শুরু করে। পরিবেশও ভাল ছিল। আমরা সব সময়েই এক অপরের পাশে দাঁড়িয়েছি। যা আমাদের দলের পক্ষে কাজে লেগেছে।’’