ভারতীয় খেলায় জোড়া সাফল্যের দিন হয়ে থাকল রবিবার। ঢাকায় এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হলেন সর্দার সিংহ-রা। আর ডেনমার্কে তাঁর সোনার দৌড় অব্যাহত রেখে খেতাব জিতলেন দেশের ব্যাডমিন্টন তারকা কিদম্বি শ্রীকান্ত। কোরিয়ার অভিজ্ঞ খেলোয়াড় লি হিউন (দ্বিতীয়)-কে হারালেন ২১-১০, ২১-৫। স্কোরলাইনই বলে দিচ্ছে, কতটা একপেশে ভঙ্গিতে জিতেছেন তিনি।
চলতি বছরে এ নিয়ে তৃতীয় সুপার সিরিজ খেতাব জিতলেন শ্রীকান্ত। ভারতীয় ব্যাডমিন্টনে একই বছরে তিনটি সুপার সিরিজ জেতার কৃতিত্ব সাইনা নেহওয়াল ছাড়া আর কারও নেই। একপেশে জেতার পরে শ্রীকান্ত স্বীকার করেন নেন, এতটা সহজ ম্যাচ তিনি আশা করেননি। ‘‘আর একটি খেতাব জিততে পেরে আমি খুবই খুশি। আমার মনে হয় লি খুব ক্লান্ত ছিল। গতকালই ওকে একটা দীর্ঘ ম্যাচ খেলতে হয়েছে। তবে আমি নিজে যেভাবে আজ খেলেছি, তাতে খুবই খুশি হয়েছি।’’
আরও পড়ুন: বিরাটের ‘ক্যাচ নিয়ে’ শিরোনামে বল বয়