Advertisement
২৩ এপ্রিল ২০২৪
lasith malinga

Kieron Pollard: পোলার্ডের সেরা পাঁচ টি২০ ক্রিকেটারের তালিকায় নেই রোহিত-বিরাটই

পোলার্ডের তালিকায় তিন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার রয়েছেন।

কায়রন পোলার্ড

কায়রন পোলার্ড ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২১ ২০:১৮
Share: Save:

কায়রন পোলার্ডের বাছাই করা সেরা পাঁচ টি-টোয়েন্টি ক্রিকেটারের তালিকায় জায়গা হল না বিরাট কোহলী, রোহিত শর্মা বা হার্দিক পাণ্ড্যর। ভারতীয়দের মধ্যে একমাত্র জায়গা পেয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। গ্লেন ম্যাক্সওয়েলের পর পোলার্ডের কাছে তাঁর চোখে সেরা পাঁচ টি-টোয়েন্টি ক্রিকেটারের নাম জানতে চেয়েছিল আইসিসি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই উদ্যোগ নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

পোলার্ডের তালিকায় তিন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার রয়েছেন। পোলার্ড এক নম্বরে রেখেছেন ক্রিস গেলকে। বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেন গেল। ৪২ বছর বয়সী গেল সবসময়ই ভয়ঙ্কর। ৪৪৬ টি ম্যাচে ১৪২৬১ রান করেছেন বাঁ হাতি এই ব্যাটার। স্ট্রাইক রেট ১৪৫.৮৭। গড় ৩৬.৯৪।

শ্রীলঙ্কার প্রাক্তন বোলার লসিথ মালিঙ্গাকে দুই নম্বরে রেখেছেন পোলার্ড। মালিঙ্গার বিষাক্ত ইয়র্কার ব্যাটারদের রাতের ঘুম কেড়ে নিত। তাঁর বল করার ভঙ্গিও ছিল অদ্ভুত। সব মিলিয়ে ২৯৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা মালিঙ্গা নিয়েছেন ৩৯০টি উইকেট।

ক্রিস গেল ও লসিথ মালিঙ্গা

ক্রিস গেল ও লসিথ মালিঙ্গা টুইটার

আরেক ক্যারিবিয়ান সুনীল নারাইনকে তিন নম্বরে রেখেছেন পোলার্ড। তাঁর স্পিন বোলিং আজও অনেক ব্যাটারের কাছে রহস্য। তবে শুধু স্পিনার হিসেবে নয়, কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করতে নেমেও রান করেছেন নারাইন। টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ উইকেট প্রাপক নারাইন।

সুনীল নারাইন

সুনীল নারাইন টুইটার

চার নম্বরে রয়েছেন ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ৫০ ওভারের বিশ্বকাপ জেতানো অধিনায়ক ধোনি। চেন্নাই সুপার কিংসকে আইপিএল-এ তিন বার ট্রফি জিতিয়েছেন ধোনি। টি-টোয়েন্টিতে মোট ৬৮৬১ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৩৪.৮২। গড় ৩৮.৫৪।

মহেন্দ্র সিংহ ধোনি

মহেন্দ্র সিংহ ধোনি টুইটার

পঞ্চম স্থানে নিজেকেই রেখেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার। তিনি বলেন, “আমার রেকর্ড আমার হয়ে কথা বলে। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব একাদশ তৈরি করা হলে আমার নাম আসবেই।” শুধু ব্যাটার হিসেবে নয়, বল হাতেও ২৯৮টি উইকেট রয়েছে তাঁর। আর সেই কারণেই টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম সেরা ক্রিকেটার তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

lasith malinga Keiron Pollard MS Dhoni
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE