Advertisement
E-Paper

যুবরাজকে ছাড়ল প্রীতির দল, ঋদ্ধি উঠছেন নিলামে

নিলামে দল না পেলে যুবরাজের ক্রিকেট ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। শুধু যুবরাজ নন, ব্রেন্ডন ম্যাকালাম, গৌতম গম্ভীর, গ্লেন ম্যাক্সওয়েল, মুস্তাফিজুর রহমান, মিচেল জনসন, মিচেল স্টার্ক, জয়দেব উনাদকাট— যাঁদের মোটা অর্থ ব্যয় করে নেওয়া হয়েছিল, তাঁদেরও এ বছর ছেড়ে দিল ফ্র্যাঞ্চাইজিরা। 

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৮ ০৪:১৬
যুবরাজ সিংহকে এ বার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল  কিংস ইলেভেন পঞ্জাব।—ফাইল চিত্র।

যুবরাজ সিংহকে এ বার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কিংস ইলেভেন পঞ্জাব।—ফাইল চিত্র।

আগামী আইপিএলের নিলামের এক মাস আগে নামী ক্রিকেটারদের ছেড়ে দেওয়ার হিড়িক পড়ে গেল যেন। কিংস ইলেভেন পঞ্জাব গত বার যাঁকে শুরুতে কয়েকটি ম্যাচ খেলানোর পরে টানা প্রথম এগারোর বাইরে বসিয়ে রেখেছিল, সেই যুবরাজ সিংহকে এ বার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। যার অর্থ ফের আইপিএল নিলামে হয়তো উঠবেন তিনি।

নিলামে দল না পেলে যুবরাজের ক্রিকেট ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। শুধু যুবরাজ নন, ব্রেন্ডন ম্যাকালাম, গৌতম গম্ভীর, গ্লেন ম্যাক্সওয়েল, মুস্তাফিজুর রহমান, মিচেল জনসন, মিচেল স্টার্ক, জয়দেব উনাদকাট— যাঁদের মোটা অর্থ ব্যয় করে নেওয়া হয়েছিল, তাঁদেরও এ বছর ছেড়ে দিল ফ্র্যাঞ্চাইজিরা।

এ বার অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ধরে না রাখার প্রবণতাই বেশি ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। এর প্রধান কারণ, অস্ট্রেলিয়া বোর্ডের সিদ্ধান্ত। বিশ্বকাপ ক্রিকেটের জন্য ক্রিকেটারদের পুরো আইপিএলে খেলার অনুমতি দেবে না বলে ঠিক করেছে অস্ট্রেলিয়া। ফলে আইপিএলের শেষের দিকে অস্ট্রেলিয়ার কোনও ক্রিকেটারকেই পাওয়া যাবে না। বিশ্বকাপের প্রস্তুতি শিবিরের জন্য মে মাসের শুরু থেকেই তাঁদের দেশে ডেকে নেওয়া হবে। সে জন্যই মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েলদের আগে থেকেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

কলকাতা নাইট রাইডার্স যেমন দুই অস্ট্রেলীয় পেসার মিচেল স্টার্ক ও মিচেল জনসনকে ছেড়ে দিয়েছে। গত বার যাঁকে ৯.৪ কোটি টাকা দিয়ে নিয়েছিল কেকেআর, সেই স্টার্ককে এ বার রাখা হল না। মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দিল অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সকে। ম্যাক্সওয়েলকে ছেড়ে দিল দিল্লি ডেয়ারডেভিলস। কিংস ইলেভেন ছেড়ে দিচ্ছে মার্কাস স্টয়নিস, অ্যারন ফিঞ্চকে। বেন লগলিনকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস।

বাংলার ক্রিকেটারদের ভাগ্যও এ বার খুব একটা ভাল না। এ রাজ্যের দুই সেরা ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ও মনোজ তিওয়ারিদের ফের নিলামে উঠতে হবে। সানরাইজার্স হায়দরাবাদ এ বার চোট পাওয়া ঋদ্ধিমানকে ছেড়ে দিল। তবে রেখে দিয়েছে বাংলার আর এক উইকেটকিপার-ব্যাটসম্যান শ্রীবৎস গোস্বামীকে। মনোজকে রাখল না কিংস ইলেভেন। দুই তরুণ পেসার কণিষ্ক শেঠ ও সায়ন ঘোষকে ছেড়ে দিল চেন্নাই সুপার কিংস ও দিল্লি ডেয়ারডেভিলস।

Cricket IPL 2019 Kings XI Punjab Yuvraj Singh Wriddhiman Saha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy