Advertisement
E-Paper

IPL 2021: রাসেলের চোটে চিন্তায় কেকেআর

মঙ্গলবার নাইটদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। তার আগে রাসেল সুস্থ হয়ে উঠবেন কি না, নিশ্চিত ভাবে বলতে পারলেন না দলের মেন্টর ডেভিড হাসি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১ ০৯:১২
রাসেলের চোটকে কেন্দ্র করে দিল্লি ম্যাচের আগে উদ্বেগ নাইট শিবিরে।

রাসেলের চোটকে কেন্দ্র করে দিল্লি ম্যাচের আগে উদ্বেগ নাইট শিবিরে। ছবি আইপিএল

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ম্যাচের ১৭তম ওভারে মাঠ ছাড়েন আন্দ্রে রাসেল। চার রান বাঁচালেও তাঁর পায়ে এতটাই যন্ত্রণা হতে শুরু করে যে, মাঠে ফেরার ঝুঁকি নিতে পারেননি ক্যারিবিয়ান অলরাউন্ডার। রাসেলের চোটকে কেন্দ্র করে দিল্লি ম্যাচের আগে উদ্বেগ নাইট শিবিরে।

মঙ্গলবার নাইটদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। তার আগে রাসেল সুস্থ হয়ে উঠবেন কি না, নিশ্চিত ভাবে বলতে পারলেন না দলের মেন্টর ডেভিড হাসি। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে এসে তাঁর ঘোষণা, ‘‘রাসেলের চোট কতটা গুরুতর, তা এখনই বলা সম্ভব নয়। রাসেল বলছিল, ওর হ্যামস্ট্রিংয়ে টান ধরেছে। যন্ত্রণাও অনুভব করছে। ওকে সুস্থ করে তোলার সব রকম চেষ্টা করা হবে। রাসেলের জন্য মেডিক্যাল দলের ব্যবস্থা করা হয়েছে। তারাই ওর শুশ্রূষা করবে।’’ যোগ করেন, ‘‘আশা করি, ওর চোট সে রকম গুরুতর নয়। আমাদের দলের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটার ও। একটাই প্রার্থনা, রাসেল যেন দ্রুত সুস্থ হয়ে নাইট জার্সিতে মাঠে নামতে পারে।’’

একই প্রার্থনা অইন মর্গ্যানেরও। কেকেআর অধিনায়ক বললেন, ‘‘রাসেলের চোট কী জায়গায় রয়েছে, বলা সহজ নয়। আমরা চাইব, ও যেন দ্রুত মাঠে নামতে পারে।’’

নাইট অধিনায়ক মর্গ্যান মনে করেন, চেন্নাইয়ের বিরুদ্ধে হারের বিশেষ কোনও কারণ নেই। দু’দলই অসাধারণ ক্রিকেট উপহার দিয়েছে। তাঁর প্রতিক্রিয়া, ‘‘দু’টি দলই ভাল ব্যাট ও বল করেছে। হারের নেপথ্যে কোনও বিশেষ কারণ তুলে ধরা যাচ্ছে না। প্রতিযোগিতার দ্বিতীয় দফায় আমাদের দল অনেক বেশি ইতিবাচক ক্রিকেট খেলেছে। শেষ কয়েকটি ম্যাচে আরও মরিয়া হয়ে জেতার চেষ্টা করবে দল।’’

চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি দলের জয়ে মুগ্ধ। বলে দিলেন, ‘‘এ ধরনের জয় দলের মনোবল বাড়িয়ে দেয়। নিজেদের সেরাটা দিতে না পেরেও ম্যাচ জিতলে দ্বিগুণ আনন্দ হয়। সমর্থকদের জন্য এ ধরনের ম্যাচ সত্যি খুব উপভোগ্য।’’ তিনি আরও বলেছেন, ‘‘গরমের মধ্যে জোরে বোলারদের পক্ষে টানা বল করা সম্ভব নয়। তাই ছোট স্পেলে বল করানো হয়েছে। আমাদের বিপক্ষ যে ভাবে খেলেছে, তার জন্যও প্রশংসা প্রাপ্য।’’

ম্যাচ সেরার পুরস্কার তুলে দেওয়া হয় রবীন্দ্র জাডেজার হাতে। তিনি বলে দিলেন, ‘‘টেস্ট খেলার পরে টি-টোয়েন্টির সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়। তবে চেন্নাই শিবিরে যোগ দেওয়ার পর থেকেই বড় শট নেওয়ার মহড়া শুরু করি। তার ফল পেলাম এই ম্যাচে। নিজের শক্তি অনুযায়ী খেলার চেষ্টা করে গিয়েছি সব সময়।’’

IPL 2021 KKR Andre Russell
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy