Advertisement
০৫ মে ২০২৪
Virat Kohli

ধোনি-রোহিতের জন্যই সাফল্য কোহালির, বলছেন গম্ভীর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কোহালির ব্যাট কথা বলেছে। ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতে এসেছেন ভারত অধিনায়ক।

গম্ভীরের খোঁচা কোহালিকে। — ফাইল চিত্র।

গম্ভীরের খোঁচা কোহালিকে। — ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩৫
Share: Save:

মহেন্দ্র সিংহ ধোনি ও রোহিত শর্মার জন্যই অধিনায়ক হিসেবে বিরাট কোহালির এত সাফল্য। ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর ভারত অধিনায়কের নেতৃত্ব ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন আরও একবার। আইপিএল শুরুর আগেও কোহালির নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে কটাক্ষ করেছিলেন গম্ভীর। ভারত-দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজের মধ্যে কোহালিকে খোঁচা দিলেন গম্ভীর।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কোহালির ব্যাট কথা বলেছে। ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতে এসেছেন ভারত অধিনায়ক। প্রোটিয়াদের বিরুদ্ধেও শুরুটা ভালই করেছেন তিনি। তবুও গম্ভীর খোঁচা দিতে ছাড়লেন না কোহালিকে। গম্ভীর বলেছেন, “কোহালিকে এখনও অনেকটা পথ যেতে হবে। ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে কোহালি ভালই অধিনায়কত্ব করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে কোহালির নেতৃত্ব ভালই। কারণ দলে থাকে ধোনি-রোহিতের মতো দু’জন ক্রিকেটার।’’

ধোনি-রোহিতের জন্যই আন্তর্জাতিক ক্রিকেটে কোহালির কাজটা সহজ হয়ে যায় বলে মনে করেন গম্ভীর। প্রাক্তন বাঁ হাতি ওপেনারের মতে, আইপিএল-এ কোহালি পাশে পান না ধোনি-রোহিতের মতো কাউকে। তাই ফ্র্যাঞ্চাইজি লিগে ট্রফি অধরা কোহালির। গম্ভীর বলছেন, ‘‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই একজনের নেতৃত্ব ক্ষমতার পরিচয় পাওয়া যায়। সেই সময়ে সাহায্য করার মতো অন্য ক্রিকেটারদের পাশে পাওয়া যায় না।’’

আরও পড়ুন: শেষ টি২০-র আগে নেটে কেমন ব্যাট করলেন ঋষভ পন্থ, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: জীবনের শেষ টি-টোয়েন্টিতে রেকর্ড করলেন এই ক্রিকেটার​

ভারতের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে ধরা হয় ধোনিকে। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগেও মাহির সাফল্য আকাশছোঁয়া। আইপিএলে সফল রোহিত শর্মাও। রোহিতের নেতৃত্বেই মুম্বই ইন্ডিয়ান্স চার বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। আইপিএলে প্রতিবারই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পক্ষে বাজি ধরেন অনেকেই। কিন্তু, প্রতি বার ব্যর্থ হয় আরসিবি। গম্ভীরের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সও অতীতে সাফল্য পেয়েছে। গম্ভীর বলছেন, “মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত শর্মা এবং সিএসকে-র জার্সিতে ধোনির সাফল্য সবারই জানা। আরসিবি-র সঙ্গে যদি মুম্বই ও চেন্নাইয়ের সাফল্যের তুলনা করা যায়, তা হলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE