Advertisement
০৭ মে ২০২৪

সেঞ্চুরির পরেই ফিরল অনু-প্রেম

শুধু ভক্তরাই নয়, বিরাটকে প্রশংসার বন্যায় ভাসালেন প্রাক্তন ক্রিকেটার থেকে কিংবদন্তি গায়িকা, সকলেই। সচিন তেন্ডুলকর যেমন টুইট করেছেন, ‘‘খুব গুরুত্বপূর্ণ ইনিংস খেলল বিরাট। টেস্ট সিরিজটা দারুণ ভাবে জমিয়ে দিল। সেঞ্চুরির জন্য অনেক অভিনন্দন রইল।’’

উৎসব: সেই দৃশ্য। বিয়ের আংটিতে চুম্বন কোহালির। গেটি ইমেজেস

উৎসব: সেই দৃশ্য। বিয়ের আংটিতে চুম্বন কোহালির। গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৮ ০৪:৩৬
Share: Save:

অনেক দিন পরে সেই পরিচিত উৎসব দেখল ক্রিকেট বিশ্ব। সেঞ্চুরির পরে ব্যাট বাড়িয়ে প্রিয়তমার দিকে নায়কের চুম্বন ছুড়ে দেওয়া। সঙ্গে উৎসবে আরও একটা দৃশ্য যোগ হল। গলায় ঝুলিয়ে রাখা বিয়ের আংটিতে চুম্বন। ভিআইপি বক্সে তখন হাততালি দিচ্ছেন স্ত্রী অনুষ্কা শর্মা। এজবাস্টনে বৃহস্পতিবার বিরাট কোহালির সেঞ্চুরির এই উৎসবের ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। গর্জে উঠল তাঁর ভক্তরা— এই ইনিংসটাই বুঝিয়ে দিল, কেন কোহালি এখন বিশ্বসেরা ব্যাটসম্যান।

শুধু ভক্তরাই নয়, বিরাটকে প্রশংসার বন্যায় ভাসালেন প্রাক্তন ক্রিকেটার থেকে কিংবদন্তি গায়িকা, সকলেই। সচিন তেন্ডুলকর যেমন টুইট করেছেন, ‘‘খুব গুরুত্বপূর্ণ ইনিংস খেলল বিরাট। টেস্ট সিরিজটা দারুণ ভাবে জমিয়ে দিল। সেঞ্চুরির জন্য অনেক অভিনন্দন রইল।’’ কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের টুইট, ‘‘নমস্কার বিরাট কোহালি। আজ তুমি দুরন্ত খেলা দেখালে। আনন্দে থাকো, জিততে থাকো।’’ টেস্ট সিরিজ শুরুর আগে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, চার বছরের পুরনো স্মৃতি তাড়া করে বেড়াবে না তো কোহালিকে। ইংল্যান্ড সিরিজের সেই ব্যর্থতা কাটাতে পারবেন তো ভারত অধিনায়ক? সমালোচকদের একটা ইনিংসেই জবাব দিয়ে দিলেন তিনি। পরিসংখ্যান বলছে, ২০১৪ টেস্ট সিরিজে বিরাট ১০ ইনিংসে ২৮৮ বল সামলে করেছিলেন মোট ১৩৪ রান। বৃহস্পতিবার তিনি এক ইনিংসেই ২২৫ বলে করলেন ১৪৯ রান। যেখানে আর কোনও ভারতীয় ব্যাটসম্যান প্রথম ইনিংসে তিরিশ রানও পেরোননি। বীরেন্দ্র সহবাগ লিখেছেন, ‘‘অসাধারণ সেঞ্চুরি করল কোহালি। চার বছর আগে ইংল্যান্ড সিরিজে ১০ ইনিংসে যা রান করেছিল, আজ প্রথম ইনিংসেই তার চেয়ে বেশি রান করল।’’

কতটা ব্যতিক্রমী ছিল এই ইনিংস? সঞ্জয় মঞ্জরেকরের টুইট, ‘‘বিরাট বিশ্বের অন্যতম সেরা স্ট্রোকপ্লেয়ার। কিন্তু এই ইনিংসে ও দেখাল স্ট্রোক না খেলেও কী ভাবে এ রকম দুরন্ত সেঞ্চুরি করা যায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE