Advertisement
২১ মে ২০২৪

আইপিএল: শুরুতেই দিল্লিকে গুঁড়িয়ে দিয়ে উড়িয়ে দিল কলকাতা

ব্যাট হাতে ওপেন করতে নেমেছিলেন অধিনায়ক গৌতম গম্ভীর। শেষও করলেন তিনি। যদিও লক্ষ্যটা খুব সহজই ছিল। মাত্র ৯৮ রানে দিল্লিকে আটকে দিয়ে নাইট ব্যাটসম্যানদের জন্য রাস্তাটা সহজ করে দিয়ে গিয়েছিলেন বোলাররাই। সে সুযোগ কাজে লাগিয়ে প্রথম জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স।

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৬ ২০:০২
Share: Save:

ব্যাট হাতে ওপেন করতে নেমেছিলেন অধিনায়ক গৌতম গম্ভীর। শেষও করলেন তিনি। যদিও লক্ষ্যটা খুব সহজই ছিল। মাত্র ৯৮ রানে দিল্লিকে আটকে দিয়ে নাইট ব্যাটসম্যানদের জন্য রাস্তাটা সহজ করে দিয়ে গিয়েছিলেন বোলাররাই। সে সুযোগ কাজে লাগিয়ে প্রথম জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। টস জিতে দিল্লিকেই প্রথম ব্যাট করতে পাঠিয়েছিলেন গম্ভীর। প্রথমে ব্যাট করে ১৭.৪ ওভারে ৯৮ রানই তুলতে সক্ষম হয় জাহির খানের দল। জবাবে ব্যাট করতে নেমে ১৪.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। ওপেন করতে নেমে ৩৮ রান করে অপরাজিত থাকেন গৌতম গম্ভীর। ৩৫ রানের ইনিংস খেলে আউট হন আর এক ওপেনার উথাপ্পা। শেষে মনীশ পাণ্ডের ১৫ রানের সুবাদে সহজেই ম্যাচ জিতে নেয় হোম টিম। কলকাতার হয়ে তিনটি করে উইকেট নেন রাসেল ও হগ। দু’টি করে উইকেট হেস্টিংস ও চাওলার।

• ৩৫ বল বাকি থাকতেই ৯ উইকেটে ম্যাচ জিতে নিল কলকাতা নাইটরাইডার্স।

• ১৪ ওভারে কলকাতা ৯৭/১।

• কোল্টারকে পাণ্ডের বাউন্ডারি।

• কোল্টার নাইলের বলে বাউন্ডারি গম্ভীরের।

• মরিসের এই ওভার থেকে এল মাত্র ২ রান।

• ১৩ ওভারে কলকাতা ৮৪/১।

• ১২ ওভারে কলকাতা ৮২/১।

• ১১ ওভারে কলকাতা ৭৬/১।

• ২৫ রানে ব্যাট করছেন গৌতম গম্ভীর।

• মরিসকে পাণ্ডের বাউন্ডারি।

• ৬০ বলে কলকাতার দরকার ৩০ রান।

• ১০ ওভারে কলকাতা ৬৯/১।

• গৌতম গম্ভীরের সঙ্গে ব্যাট করতে এলেন মনীশ পাণ্ডে।

• মিশ্রার বলে মরিসকে ক্যাচ দিয়ে আউট হলেন উথাপ্পা। করলেন ৩৫ রান।

• আউট...

• ৯ ওভারে কলকাতা ৬২/০।

• ৮ ওভারে কলকাতা ৫৩/০।

• ৭ ওভারে কলকাতা ৪৯/০।

• ব্রেথওয়েটের ওভারে এল মাত্র ২ রান।

• ৬ ওভারে কলকাতা ৪৭/০।

• মরিসের বলে উথাপ্পার বাউন্ডারি।

• ৫ ওভারে কলকাতা ৪২/০।

• ১৬ ওভারে কলকাতার করতে হবে ৬৩ রান। হাতে রয়েছে ১০ উইকেট।

• ৪ ওভারে কলকাতা ৩৬/০।

• এই ওভার থেকে এল ৭ রান।

• মরিসকে উথাপ্পার বাউন্ডারি।

• ৩ ওভারে কলকাতা ২৯/০।

• কোল্টার নাইলকে উথাপ্পার জোড়া বাউন্ডারি।

• ২ ওভারে কলকাতা ২০/০।

• জাহির খানকে উথাপ্পার বাউন্ডারি।

• জাহির খানকে গম্ভীরের জোড়া বাউন্ডারি।

• ১ ওভারে কেকেআর ৪/০।

• শেষ বলে কোল্টার নাইলকে উথাপ্পার বাউন্ডারি।

• বল করছেন কোল্টার নাইল।

• ব্যাট করছেন উথাপ্পা ও গম্ভীর।

• ব্যাট করতে নেমেছে কেকেআর।

খেলা শুরু।

ইডেনের এটাই সব থেকে কম আইপিএল রান। রাসেল, হেস্টিংস, হগদের বলের দাপটে ১০০ রানও করতে পারল না দিল্লি। ১৭.৪ ওভারে ৯৮ রানেই শেষ হয়ে গেল দিল্লির ইনিংস। কুইন্টন ডি কক করলেন সর্বোচ্চ ১৭ রান। কেকেআর-এর হয়ে তিনটি করে উইকেট নিলেন রাসেল ও হগ। জোড়া উইকেট হেস্টিংস ও চাওলার। ঘরের মাঠে কেকেআর-এর সামনে খুব সহজ একটা টার্গেটই রাখল দিল্লি। এবার দায়িত্ব ব্যাটসম্যানদের।

১৭.৪ ওভারে দিল্লি ৯৮/১০।

• হেস্টিংসের বলে পাণ্ডেকে ক্যাচ দিয়ে শেষ হল জাহির খানের ইনিংস। করলেন ৪ রান।

• আউট...

• হেস্টিংসকে জাহির খানের বাউন্ডারি।

• ১৭ ওভারে দিল্লি ৯৩/৯।

• শেষ ওভারে এল মাত্র ১ রান।

• ১৬ ওভারে দিল্লি ৯২/৯।

• হগের বলে গৌতম গম্ভীরকে ক্যাচ দিয়ে ৩ রান করে আউট হলে অমিত মিশ্রা।

• আউট...

• ১৫ ওভারে দিল্লি ৯২/৮।

• ১৪ ওভারে দিল্লি ৮৯/৮।

• হগকে কোল্টার নাইলের বাউন্ডারি।

• হগের বলে উথাপ্পাকে ক্যাচ দিয়ে আউট হলেন সঞ্জু স্যামসন। করলেন ১৫ রান।

• আউট....

• ১৩ ওভারে দিল্লি ৮৪/৭।

• পরের বলেই বোল্ড হয়ে ফিরলেন মরিস। করলেন ১১ রান।

• আউট...

• চাওলাকে মরিসের বাউন্ডারি।

• ১২ ওভারে দিল্লি ৮০/৬।

• ১১ ওভারে দিল্লি ৬৮/৬।

• চাওলার বলে এলবিডব্লু ব্রেথওয়েট। করলেন ৬ রান।

• আউট...

• চাওলাকে ব্রেথওয়েটের ওভার বাউন্ডারি।

• ১০ ওভারে দিল্লি ৫৫/৫।

• এই ওভারে এল ১ উইকেট ও ২ রান।

• ব্র্যাড হগের বলে উথাপ্পাকে ক্যাচ দিয়ে ১১ রান করে ফিরলেন নেগি।

• আউট...

• ১০ রানে ব্যাট করছেন নেগি ও ১২ রানে স্যামসন।

• ৯ ওভারে দিল্লি ৫৩/৪।

• ৮ ওভারে দিল্লি ৪৯/৪।

• মুনরোর বলে ছক্কা নেগির।

• ব্যাট করছেন স্যামসন ও নেগি।

• ৭ ওভারে দিল্লি ৪২/৪।

• এই ওভার থেকে এল ৭ রান।

• উমেশ যাদবের বলে বাউন্ডারি হাঁকিয়ে ওভার শুরু করলেন স্যামসন।

• ৬ ওভারে দিল্লি ৩৫/৪।

• হেস্টিংসের বলে পাণ্ডেকে ক্যাচ দিয়ে ফিরলেন কেকে নায়ার। করলেন মাত্র ৩ রান।

• আউট...

• ৫ ওভারে দি্ল্লি ৩৫/৩।

• নেমেই রাসেলকে স্যামসনের বাউন্ডারি।

• রাসেলের বলে হগকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন মায়াঙ্ক। করলেন ৯ রান।

• আউট....

• ৪ ওভারে দিল্লি ২৬/২।

• জন হেস্টিংসের দারুণ ওভার। দিলেন মাত্র ১ রান।

• ৩ ওভারে দিল্লি ২৫/২।

• রাসেলের বলে এলবিডব্লু শ্রেয়াস। কোনও রান এল না তাঁর ব্যাট থেকে।

• আউট...

• মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ব্যাট করতে এলেন শ্রেয়াস আয়ার।

• রাসেলের বলে পাঠানকে ক্যাচ দিয়ে আউট হলেন ডি কক। করলেন ১৭ রান।

• আউট....

• ২ ওভারে দিল্লি ২৩/০।

• চতুর্থ ও পঞ্চম বলে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি ডি ককের।

• পর পর তিনটি ডট বল।

• কেকেআর-এর হয়ে বল করতে এসেছেন উমেশ যাদব।

• ১ ওভারে দিল্লি ১৩/০।

• ওভার থ্রোয়ে শেষ বলে পাঁচ রান তুলে নিল দিল্লি।

• প্রথম বলেই রাসেলকে বাউন্ডারি হাঁকালেন মায়াঙ্ক।

• দিল্লির হয়ে ওপেন করতে নেমেছেন মায়াঙ্ক আগরওয়াল ও কুইন্টন ডি কক।

• খেলা শুরু।

• টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল কেকেআর।

শুরু হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের আইপিএল অভিযান। ঘরের মাঠে দিল্লি ডেয়ার ডেভিলসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু করছেন গম্ভীররা। যদিও প্রথম ম্যাচে নারিনকে পাচ্ছে না কলকাতা। তাই নারিন রহস্যে দিল্লি বধের ব্লু প্রিন্ট তৈরি করতে পারেননি গৌতম গম্ভীর। যদিও উল্টো দিকে দ্রাবিরের কোচিং একটু হলেও চিন্তায় রাখবে কেকেআর টিম ম্যানেজমেন্টকে। যেহেতু কোচ হিসেবে দ্রাবিরের ইতিহাস এখনও দুরন্ত তাই সেটাকে তো সমিহ করতেই হবে। তবে শুরুটা যে জয় দিয়েই করতে বদ্ধপরিকর নাইট ব্রিগেড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kkr ipl 2016 delhi cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE