Advertisement
০২ মে ২০২৪

‘কলকাতা ম্যারাথন’ ২০ ডিসেম্বর

ড্রামারের নির্দেশে পশ্চিম আফ্রিকার ‘জিমবে’ ড্রাম বাজাচ্ছিলেন ওঁরা। সেই অজিত আগরকর, দিব্যেন্দু বড়ুয়া, প্রদীপ বন্দ্যোপাধ্যায়, বাচেন্দ্রি পালরা অনুষ্ঠানস্থল থেকেই স্লোগান তুললেন—লেটস রান ফর টিএসকে টোয়েন্টি ফাইভ কে। ফর আ সোশ্যাল কজ। গত বছর ভারতীয় অপেশাদার অ্যাথলিটদের নিয়ে শুরু হয়েছিল পঁচিশ কিলোমিটার এই দৌড় প্রতিযোগিতা। যা শহরবাসীর কাছে বেসরকারি ভাবে পরিচিত ‘কলকাতা ম্যারাথন’ নামেই।

পিকে যখন ড্রামবাদক। মঙ্গলবার। ছবি: শঙ্কর নাগ দাস

পিকে যখন ড্রামবাদক। মঙ্গলবার। ছবি: শঙ্কর নাগ দাস

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৫ ০৩:২২
Share: Save:

ড্রামারের নির্দেশে পশ্চিম আফ্রিকার ‘জিমবে’ ড্রাম বাজাচ্ছিলেন ওঁরা। সেই অজিত আগরকর, দিব্যেন্দু বড়ুয়া, প্রদীপ বন্দ্যোপাধ্যায়, বাচেন্দ্রি পালরা অনুষ্ঠানস্থল থেকেই স্লোগান তুললেন—লেটস রান ফর টিএসকে টোয়েন্টি ফাইভ কে। ফর আ সোশ্যাল কজ। গত বছর ভারতীয় অপেশাদার অ্যাথলিটদের নিয়ে শুরু হয়েছিল পঁচিশ কিলোমিটার এই দৌড় প্রতিযোগিতা। যা শহরবাসীর কাছে বেসরকারি ভাবে পরিচিত ‘কলকাতা ম্যারাথন’ নামেই। মঙ্গলবার মধ্য কলকাতার এক অভিজাত হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তারা জানালেন, দ্বিতীয় সংস্করণের এই প্রতিযোগিতা হবে ২০ ডিসেম্বর। পুরস্কারমূল্যও গত বছরের চেয়ে বেড়েছে। ২১.৫ লক্ষ থেকে তা বেড়ে হয়েছে ২২.৮ লক্ষ টাকা।
আয়োজকদের তরফে বিবেক সিংহ বলেন, ‘‘সামাজিক কারণে এই দৌড়ের জনপ্রিয়তা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kolkata marathon 20th december
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE