Advertisement
১৭ মে ২০২৪

সাকিবেই ভরসা কলকাতা নাইট রাইডার্সের

টি২০ বিশ্বকাপে বাংলাদেশকে ভালভাবেই টেনে নিয়ে গিয়েছিলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুররা। এবার আবার তাঁদের সামনে ভারতের মাটিতে ভারতের ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলে নিজেদের নতুন করে প্রমাণ করার পালা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৬ ১৭:৫৫
Share: Save:

টি২০ বিশ্বকাপে বাংলাদেশকে ভালভাবেই টেনে নিয়ে গিয়েছিলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুররা। এবার আবার তাঁদের সামনে ভারতের মাটিতে ভারতের ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলে নিজেদের নতুন করে প্রমাণ করার পালা। কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম থেকেই খেলে আসা সাকিব কিন্তু এবারও ভরসা দিচ্ছেন কেকেআর-কে। শনিবারই শুরু হয়ে গিয়েছে নবম আইপিএল। কলকাতা নামছে ঘরের মাঠে রবিবার। আজ তাই পুরো বাংলাদেশ তাকিয়ে থাকবে এই ম্যাচের দিকে। বাংলাদ‌েশ ক্রিকেটকে বিশ্বের দরবারে তুলে আনা সাকিবকে ঘিরে অনেক আশা বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের। কলকাতার হয়ে ব্যাটে বলে কতটা তিনি আবার নিজেকে ফিরে এখন সেটাই দেখার।

কলকাতা নাইটরাইডার্স কিন্তু অল রাউন্ডার সাকিবকে সামনে রেখেই তাদের রণকৌশল সাজাচ্ছে। সঙ্গে থাকবেন আর এক অল রাউন্ডার আন্দ্রে রাসেল। সুনীল নারিন না থাকায় বোলিংয়েরও অনেকটাই দায়িত্ব থাকবে সাকিবেরই কাঁধে। কেকেআর-এর স্পিন আক্রমণকে নেতৃত্ব দেবেন তিনিই। এছাড়াও তিনিই যে কলকাতা দলের ব্যাটিংকেও ভরসা দিচ্ছেন সেটা প্রথম সারির বেশ কয়েকজন ব্যাটসম্যানকে দেখলেই বোঝা যাবে। অধিনায়ক গৌতম গম্ভীর , রবিন উথাপ্পা, ইউসুফ পাঠানরা অনেকদিন কোনও প্রতিযোগিতামূলক খেলার মধ্যেই নেই। বড় দায়িত্বটা এসে পরতে পারে সাকিবেরই উপর। যেহেতু আইপিএল-এ সাকিবের রেকর্ড বেশ ভাল সেটাই ভরসা দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে। ৩২টি ম্যাচে সাকিবের দখলে রয়েছে ৩৮টি উইকেট। ব্যাট থেকে এসেছে ৩৮৩ রান।

আরও খবর

শাহরুখের বার্তা আর পিচ নাটক নিয়ে আজ নাইট বোধন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

shakib KKR IPL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE