Advertisement
১৯ মে ২০২৪

কুলদীপের বৈচিত্র ভারতের সম্পদ

কুলদীপ যাদব। এই চায়নাম্যান বোলারের বোলিংয়ে অনেক বৈচিত্র আছে। ফ্ল্যাট ট্র্যাকে কুলদীপের বোলিং কিন্তু ভারতের কাছে একটা বড় প্রাপ্তি হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফ্ল্যাট পিচে ভারতীয় স্পিনাররা সে রকম দাগ কাটতে পারেনি। এই ধরনের উইকেটে কুলদীপের বৈচিত্র কিন্তু খুব কাজে আসবে।

অধিনায়কের সঙ্গে কূলদীপ যাদব। ছবি: এএফপি।

অধিনায়কের সঙ্গে কূলদীপ যাদব। ছবি: এএফপি।

সৌরভ গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: ০২ জুলাই ২০১৭ ১২:৩৫
Share: Save:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজটা যে ভাবে এগোচ্ছে, তাতে নিশ্চয়ই কেউ অবাক নয়। প্রথম ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরে বাকি দু’টোতে ওয়েস্ট ইন্ডিজকে স্রেফ উড়িয়ে দেয় ভারত। ওয়েস্ট ইন্ডিজের এই দলটা কোনও চমক দেবে, এই আশাও এখন আর কেউ করছে না। ওয়েস্ট ইন্ডিজের এই ধারাবাহিক ব্যর্থতা কিন্তু বিশ্ব ক্রিকেটের জন্য একেবারেই ভাল বিজ্ঞাপন নয়।

সিরিজে যে দু’টো ম্যাচ হয়েছে, তাতে সবথেকে বেশি নজর কেড়েছে অজিঙ্ক রাহানে। ও জানত, সিরিজের পাঁচটা ম্যাচই খেলতে পারবে। আর তাই অনেক খোলা মনে ব্যাট করেছে। কোনও রকম মানসিক চাপের মধ্যে ছিল না। এই মানসিক স্বাধীনতা ওর ব্যাটিংয়েও ছাপ ফেলে গেল। ক্যারিবিয়ানে দু’টো ইনিংসেই সেটা বোঝা গিয়েছে। আমার মনে হয়, বিরাট কোহালির এখনই উচিত রাহানের সঙ্গে আলাদা করে বসা। টিমে রাহানের ভূমিকাটা কী হবে, সেটা ওকে পরিষ্কার করে জানিয়ে দিক বিরাট। যাতে রাহানে বুঝতে পারে, ওকে নিয়ে টিম কী ভাবছে। এও বুঝতে পারে, ওর সামনে রাস্তাটা কী। রাহানেকে খোলা মনে খেলতে দিলে ও নিজের ব্যাটিংকেই শুধু অন্য উচ্চতায় নিয়ে যাবে না, টিমে নিজের গুরুত্বটাও বুঝতে পারবে।

আরও এক জনকে নিয়ে এই সফরে যথেষ্ট আলোচনা হচ্ছে। কুলদীপ যাদব। এই চায়নাম্যান বোলারের বোলিংয়ে অনেক বৈচিত্র আছে। ফ্ল্যাট ট্র্যাকে কুলদীপের বোলিং কিন্তু ভারতের কাছে একটা বড় প্রাপ্তি হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফ্ল্যাট পিচে ভারতীয় স্পিনাররা সে রকম দাগ কাটতে পারেনি। এই ধরনের উইকেটে কুলদীপের বৈচিত্র কিন্তু খুব কাজে আসবে। যখন উইকেট থেকে টার্ন পাওয়া যাচ্ছে না, তখন এই ধরনের বৈচিত্র ব্যাটসম্যানদের আটকাতে খুব কাজে আসে। ঠিক এই কারণের জন্য ওয়ান ডে-তে কুলদীপ খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে টিমের।

ওয়েস্ট ইন্ডিজ টিমটাকে নিয়ে বিশেষ কিছু বলার নেই। আরও খারাপ লাগছে দেখে, যে ওয়েস্ট ইন্ডিজের মতো জায়গায় কি না প্রায় খালি স্টেডিয়ামে ম্যাচ হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কর্তাদের খুব দ্রুত কিছু করা উচিত। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ঘিরে কত কাহিনি আছে, কত ইতিহাস আছে। আর যাই হোক, ক্যালিপ্সোকে কিন্তু থেমে যেতে দেওয়া চলবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE