Advertisement
E-Paper

কুলদীপকে ভাল লাগলেও আরও ধৈর্য ধরতে চান বেদী

বেদী আশা করছেন, আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলাতে পারবেন কুলদীপ। ‘‘আমরা সেরা ফলের জন্য প্রত্যাশা, প্রার্থনা করতে পারি। কুলদীপ যে বলটা করে, সেটা বিরল এক শিল্প। এমনিতেই ডানহাতে লেগস্পিন করাই খুব কঠিন।’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৭ ০৩:২৮
কুলদীপের নিয়ন্ত্রণ কতটা, দেখতে চান বেদী। ফাইল চিত্র

কুলদীপের নিয়ন্ত্রণ কতটা, দেখতে চান বেদী। ফাইল চিত্র

কুলদীপ যাদবের বোলিং দেখে প্রভাবিত কিংবদন্তি বিষাণ সিংহ বেদী। একইসঙ্গে তিনি আরও বেশি করে তাঁকে টেস্টে লম্বা স্পেলে দেখতে চান বড় কোনও মন্তব্য করার আগে। ‘‘টি-টোয়েন্টিতে চার ওভার বার ওয়ান ডে-তে দশ ওভার বল করতে দেখে বোঝা যায় না, ওর বোলিংয়ে কতটা নিয়ন্ত্রণ আছে। আগে ওকে টেস্ট ম্যাচের ইনিংসে ৩০-৪০ ওভার বল করতে দিন। তার পর না বলা যাবে, ও কতটা ভাল,’’ রাজধানীতে অস্ট্রেলীয় হাই কমিশনের একটি অনুষ্ঠানে এসে বলেন বেদী। সঙ্গে যোগ করেছেন, ‘‘ভারতে একটা হ্যাটট্রিকের পরেই সকলে লাফাতে শুরু করে দেয়। কিন্তু অত তাড়াহুড়োর কী আছে? ওকে আগে থিতু হতে দিন। আন্তর্জাতিক ক্রিকেটে আরও খেলুক না। তার পর না হয় মন্তব্য করা যাবে।’’

প্রাক্তন ভারত অধিনায়কের মতে, ক্রিকেটের ইতিহাসে সেরা চায়নাম্যান বোলার গ্যারি সোবার্স-ই। ‘‘বাঁ হাতে বেশ ভাল রিস্ট স্পিন করাতে পারত স্যার গারফিল্ড সোবার্স। ডিপ মিডউইকেট, ডিপ স্কোয়্যার লেগ, ডিপ মিড-অন নিয়ে বল করে যেতেন স্যার গ্যারি। তার পরেই হঠাৎ হয়তো বাঁ হাতে অর্থডক্স স্পিন শুরু করে দিতে পারতেন। এতটাই ভাল নিয়ন্ত্রণ ছিল ওঁর।’’

বেদী বলছেন, ক্রিকেটে বেশি দিন ধরে সফল হতে গেলে ধারাবাহিকতাই আসল। এবং, তার জন্য স্পিনারের নিয়ন্ত্রণ থাকতে হবে। ধারাভাষ্যকারদের প্রসঙ্গ টেনে বেদী বলেন, ‘‘আমরা শুনে কমেন্ট্রিতে বলা হয়, ঠিক জায়গায় বল ফেলছে। আমার প্রশ্ন হচ্ছে, ঠিক জায়গা বলতে কোনটা? মাঝেমধ্যে তো দেখি শর্ট পিচ্‌ড বা ফুলটসেও উইকেট পাচ্ছে। সেগুলো কি সঠিক জায়গা?’’ তার পরেই তাঁর নিজের ব্যাখ্যা, ‘‘আসলে সব কিছুই হচ্ছে নিজের মাথায়। স্ট্র্যাটেজি করতে হয় ওখানেই।’’

বেদী আশা করছেন, আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলাতে পারবেন কুলদীপ। ‘‘আমরা সেরা ফলের জন্য প্রত্যাশা, প্রার্থনা করতে পারি। কুলদীপ যে বলটা করে, সেটা বিরল এক শিল্প। এমনিতেই ডানহাতে লেগস্পিন করাই খুব কঠিন। বাঁ হাতে লেগস্পিন তো আরওই কষ্টসাধ্য এক ব্যাপার। কুলদীপ এখনও আন্তর্জাতিক ক্রিকেটে খুব নতুন। মাত্র একটাই টেস্ট খেলেছে। আশা করব, ও সমস্ত কৌশলগুলো শিখে টিকে থাকবে।’’

বেদী যদিও বুঝে উঠতে পারছেন না, অস্ট্রেলিয়ার এই অবস্থা কেন। টানা তিনটি ম্যাচ হেরে এ দিনই ওয়ান ডে সিরিজ হেরে গেল স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া। এতটা করুণ অবস্থা কখনও কোনও অস্ট্রেলীয় দলের হয়নি ভারত সফরে এসে। বেদীও বলছেন, ‘‘আমি সত্যিই বুঝতে পারছি না, অস্ট্রেলিয়া কেন সেই আগুনটা দেখাতে পারছে না। ওদের নিয়ে কথা আছে যে, ক্যাঙ্গারু যখন আহত তখন লেজ দিয়েও ওরা যে কাউকে ফেলতে পারে। কিন্তু সে সব কিছুই এই সিরিজে দেখা যাচ্ছে না।’’

তবে বেদী ভারতীয় দলের প্রশংসা করেও বলেন, ‘‘এই ভারতীয় দলটায় অনেকে নেই। দ্বিতীয় সারির দলও অস্ট্রেলিয়াকে হারিয়ে দিচ্ছে।’’

Kuldeep Yadav Bishan Singh Bedi Cricket Team India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy