Advertisement
১৮ এপ্রিল ২০২৪

যুবির সাফল্যের খোঁজে সহবাগ

এ বছর আইপিএলের নিলামে যুবরাজ ও গেল-কে বেস প্রাইসে কিনেছে পঞ্জাব। মাত্র দু’কোটি টাকায় তাঁদের পেয়েছে প্রীতি জিন্টার দল।

কিংগস ইলেভেন পঞ্জাব দলের মেন্টর বীরেন্দ্র সহবাগ।

কিংগস ইলেভেন পঞ্জাব দলের মেন্টর বীরেন্দ্র সহবাগ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৮ ০৪:৪৪
Share: Save:

সামনেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তার আগে প্রতিটা দলের শক্তি-দুর্বলতা নিয়ে আলোচনা তুঙ্গে। মঙ্গলবার কিংগস ইলেভেন পঞ্জাবের জার্সি উদ্বোধনে সে ধরনের আলোচনাতেই মাতলেন দলের মেন্টর বীরেন্দ্র সহবাগ। তিনি জানালেন, যুবরাজ সিংহ ও ক্রিস গেল দু’টি করে ম্যাচ জেতাতে পারলেই তাঁদের দলে নেওয়া সার্থক হবে।

এ বছর আইপিএলের নিলামে যুবরাজ ও গেল-কে বেস প্রাইসে কিনেছে পঞ্জাব। মাত্র দু’কোটি টাকায় তাঁদের পেয়েছে প্রীতি জিন্টার দল। ইদানীং দু’জনের কেউই সে রকম ফর্মে নেই। তাই নিলামে চাহিদাও ছিল না দু’জনকে ঘিরে। সহবাগ বলেছেন, ‘‘সৌভাগ্য, ওদের (গেল, যুবি) বেস প্রাইস-এ পেয়েছি। অন্য দলগুলো বিড করলে এত কমে হয়তো ওদের পাওয়া যেত না। আমাদের হয়ে দু’তিনটি ম্যাচ জিতিয়ে দিতে পারলেই ওদের নেওয়া সার্থক হবে।’’

প্রথম একাদশে এই দু’জনকে রাখা হবে কি না, সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি সহবাগ। গেলের থেকেও যুবরাজের প্রথম একাদশে থাকার সুযোগ বেশি। তবে প্রথম দু’ম্যাচে অ্যারন ফিঞ্চ-কে না পাওয়া গেলে ময়ঙ্ক অগ্রবাল ও ক্রিস গেল-কে ওপেন করতে দেখা যেতে পারে। সহবাগ বলেছেন, ‘‘প্রথম দু’ম্যাচে ফিঞ্চ না থাকলে গেলের খেলার সম্ভাবনাই বেশি। কিন্তু ফিঞ্চ ফেরত আসার পরেই দলগঠন সম্পর্কে আমাদের ভাবতে হবে। তবে আমার মতে যে কোনও জায়গায় ব্যাট করতে পারবে ফিঞ্চ।’’

সহবাগ মনে করেন যে, আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য দলে ভাল ভারতীয় ক্রিকেটার থাকা খুবই জরুরি। তিনি বলেছেন, ‘‘গত বার ঋদ্ধিমান সাহা ও অক্ষর পটেল ছাড়া জাতীয় দলের ভাল ক্রিকেটার ছিল না আমাদের। এ বার কে এল রাহুল, করুণ নায়ার রয়েছে। মনোজ তিওয়ারিকেও পাচ্ছি। মিডল অর্ডারের যারা বেশ উপযুক্ত। স্পিনারদের বিরুদ্ধে ওরা কার্যকর হয়ে উঠবে।’’ আইপিএলে প্রথম বার অধিনায়ক হিসেবে দেখা যাবে আর. অশ্বিন-কে। অথচ অধিনায়ক হিসেবে তাঁর অনভিজ্ঞতা নিয়ে কোনও উদ্বেগ প্রকাশ করেননি সহবাগ। বলেছেন, ‘‘ব্যাটসম্যানের চেয়ে বোলার অধিনায়কই আমি বেশি পছন্দ করি। ইমরান খান, কপিল দেব-দের এ জন্যই আমার পছন্দ। আমার বিশ্বাস বোলারদের থেকে সেরাটা বের করে আনবে অশ্বিন।’’

সেরা মনজিৎ: হাওড়ার শিবপুর রিজার্ভড পুলিশ লাইন বক্সিং সেন্টারের তরুণ প্রতিভা মনজিৎ কুমার শাউ ‘সেরা উদীয়মান বক্সার’-এর পুরস্কার পেলেন। অসমের ডেরাগাও-য়ে পূর্বাঞ্চল বক্সিং চ্যাম্পিয়নশিপে এই পুরস্কার পান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE