Advertisement
২৬ এপ্রিল ২০২৪
UEFA Champions League

মেসির বার্সেলোনাকে উড়িয়ে দিল এমবাপের হ্যাটট্রিক

দ্বিতীয়ার্ধে একের পর এক গোল দিতে থাকেন এমবাপেরা।

নেমারহীন প্যারিস সঁ জঁ-র কাছে ১-৪ গোলে চূর্ণ হলেন মেসিরা।

নেমারহীন প্যারিস সঁ জঁ-র কাছে ১-৪ গোলে চূর্ণ হলেন মেসিরা। ছবি: টুইটার থেকে

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৩৪
Share: Save:

চ্যম্পিয়ন্স লিগে বড় হার বার্সেলোনার। নেমারহীন প্যারিস সঁ জঁ-র কাছে ১-৪ গোলে চূর্ণ হলেন মেসিরা। মঙ্গলবার রাতে চ্যম্পিয়ন্স লিগের শেষ ১৬-র প্রথম পর্বের ম্যাচে হার বার্সেলোনার। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে রইল পিএসজি।

ফরাসি ক্লাবের জয়ে বড় ভূমিকা নেন কিলিয়ান এমবাপে। হ্যাটট্রিক করেন তিনি। ২২ বছরের এই তারকা ফুটবলার নেমারের অনুপস্থিতি বুঝতেই দেননি। শুরুতে যদিও মেসির গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। ৫ মিনিটের মধ্যে সেই গোল শোধ করে দেন এমবেপে। প্রথমার্ধ ১-১ গোলে শেষ হয়।

দ্বিতীয়ার্ধে একের পর এক গোল দিতে থাকেন এমবাপেরা। তিনি বলেন, “আজকের রাত অকল্পনীয়, তবে আমরা এখনও কিছুই জিতিনি।” ম্যাচে যে ফরাসি ক্লাবেরই আধিপত্য ছিল, তা ফলাফল দেখেই বোঝা যাচ্ছে। এমবাপে ছাড়া পিএসজি-র হয়ে গোল করেন মইস কিন।

অন্য দিকে লিভারপুল ২-০ গোলে হারায় লিপজিগকে। লিভারপুলের হয়ে গোল করেন মহম্মদ সালাহ এবং সাদিয়ো মানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE