Advertisement
০৫ মে ২০২৪

আফগান জলেবি দিয়ে শুরু লিয়েন্ডারের বোপান্না-বন্ধুত্ব

আর চণ্ডীগড় টেনিস ক্লাবের কোর্টে উদ্দাম নেচে চলেছেন তাঁরা— লিয়েন্ডার পেজ, রোহান বোপান্না, সাকেত মিনেনি, জিশান আলিরা। সোজা কথায়, ডেভিস কাপের টিম ইন্ডিয়া। একটু আগে কোরিয়াকে ৪-১ হারিয়ে ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ প্লে-অফে উঠে গিয়েছে ভারত। কিন্তু তার জন্য এ রকম অভিনব সেলিব্রেশন? উৎসবের এ রকম লাগামছাড়া বহিঃপ্রকাশ?

ডেভিস কাপে কোরিয়াকে হারিয়ে টিম ইন্ডিয়ার নাচ। ছবি: পিটিআই

ডেভিস কাপে কোরিয়াকে হারিয়ে টিম ইন্ডিয়ার নাচ। ছবি: পিটিআই

রাজীব ঘোষ
শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৬ ০৫:০৪
Share: Save:

সাউন্ডট্র্যাকে গমগম করে বাজছে...

আফগান জলেবি, মাশুক ফরেবি

ঘায়েল হ্যায় তেরা দিওয়ানা

ভাই ওয়াহ, ভাই ওয়াহ, ভাই ওয়াহ..

আর চণ্ডীগড় টেনিস ক্লাবের কোর্টে উদ্দাম নেচে চলেছেন তাঁরা— লিয়েন্ডার পেজ, রোহান বোপান্না, সাকেত মিনেনি, জিশান আলিরা। সোজা কথায়, ডেভিস কাপের টিম ইন্ডিয়া।

একটু আগে কোরিয়াকে ৪-১ হারিয়ে ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ প্লে-অফে উঠে গিয়েছে ভারত। কিন্তু তার জন্য এ রকম অভিনব সেলিব্রেশন? উৎসবের এ রকম লাগামছাড়া বহিঃপ্রকাশ?

চণ্ডীগড়ে ফোন করে জানা গেল, এই সেলিব্রেশনের মাস্টারমাইন্ড এক জনই। তিনি লিয়েন্ডার পেজ। আরও জানা গেল, এটা মোটেই ডেভিসে জেতার উৎসব নয়। আদতে এটা একটা টিম বন্ডিং সেশন। বা বলা ভাল, বোপান্না বন্ডিং সেশন। যা এই ডেভিস কাপ টাই থেকেই চালু করে দিলেন লিয়েন্ডার।

এ বারের অলিম্পিক্সে বোপান্না এবং তাঁর জুটিটা চূড়ান্ত হওয়ার আগে কম নাটক হয়নি। বার বার প্রশ্ন উঠেছে, লিয়েন্ডার-বোপান্নার ‘রসায়ন’ কতটা জমবে? আগের দিন বোপান্না বলেছিলেন, ‘‘আমাদের মধ্যে রসায়নটা কিন্তু দারুণ।’’ এ দিন সেটাই যেন গোটা দুনিয়ার সামনে বুঝিয়ে দিতে চাইলেন লিয়েন্ডার।

তা হলে কি এ ভাবেই বন্ডিংটা শুরু করে দিলেন লিয়েন্ডার? চণ্ডীগড়ে ফোন করা হলে এক টেনিস কর্তা বললেন, ‘‘সে রকমই মনে হচ্ছে। এ ভাবে সেলিব্রেট করতে লিয়েন্ডারকে আগে কখনও দেখিনি।’’ ভারতীয় দলের কোচ জিশান আলিও ফোনে বললেন, ‘‘নিজেদের মধ্যে বোঝাপড়াটা মজবুত করার কাজ ওরা শুরু করে দিয়েছে। যার ফল শনিবার কোর্টে দেখেছেন।’’

কোর্টের বাইরে ঠিক কী করছেন লি-রোহন? জানা যাচ্ছে, দু’জনে যেমন এক সঙ্গে ডিনারে যাচ্ছেন, তেমনই টিম মিটিংয়ে দু’জনকে পাশাপাশি বসে থাকতেও দেখা যাচ্ছে। আলোচনাও সেরে নিচ্ছেন নিজেদের মধ্যে। জিশান নিজেই জানালেন এ কথা। লিয়েন্ডারকে অবশ্য এ দিন অনেক চেষ্টা করেও ফোনে পাওয়া গেল না। প্রথমে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছিলেন, টিম মিটিংয়ে ব্যস্ত। পরে কথা জানা গেল, মিটিংয়ের পর সোজা চলে গিয়েছিলেন স্টার স্পোর্টসের শ্যুটিংয়ে। সেখানেই ব্যস্ত রইলেন বাকি সময়। এমনকী রবিবার দিল্লি যাওয়ার প্রোগ্রামও বাতিল করেন।

কিন্তু আফগান জলেবি গানটা কেন? আগের দিন ক্যাটরিনা কাইফের জন্মদিন ছিল বলে কি? নাকি সইফ-ক্যাটরিনার ‘ফ্যানটম’ সিনেমাটা লিয়েন্ডারের বিশেষ প্রিয়? জিশান বলছিলেন, ‘‘লিয়েন্ডারই সেলিব্রেশনটা প্ল্যান করে রেখেছিল। এই গানটা ওর খুব প্রিয়।’’ এ দিন সেলিব্রেশন দেখে মনে হয়েছে, নাচটা যেন পুরোটাই আগে থেকে কোরিওগ্রাফ করা ও সেই অনুযায়ী প্র্যাকটিস করা। জানা গেল, এ দিনের শেষ ম্যাচটার মিনিট দশেক আগে প্ল্যানটার কথা সবাইকে জানান লিয়েন্ডার।

তবে লিয়েন্ডারদের এ রকম উদ্দাম নাচ অনেককেই বিস্মিত করেছে। প্রাক্তন টেনিস তারকা ও জিশানের বাবা আখতার আলি এ দিন চণ্ডীগড়ে থাকলেও এই বিরল দৃশ্য দেখতে পাননি। শরীর খারাপ লাগছিল বলে রামকুমারের ম্যাচ শেষ হওয়ার আগেই হোটেলে ফিরে যান। সন্ধ্যায় ঘটনাটার কথা জানাতে প্রথমে বিশ্বাস করতে চাননি। পরে বললেন, ‘‘কী বলছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ওরা নিশ্চয়ই ড্রেসিংরুমে নাচানাচি করেছে। কোর্টেই নাচ-গান করেছে! ভাবতেই পারছি না।’’ সর্বভারতীয় টেনিস ফেডারেশন কর্তা হিরন্ময় চট্টোপাধ্যায়ও চণ্ডীগড় থেকে বললেন, ‘‘এমন সত্যিই কোনও দিন দেখিনি। লিয়েন্ডার পারে বটে। রীতিমতো রিহার্সাল করে নাচ।’’

ম্যাচের পর নাচ তো হল, কিন্তু শনিবারের ম্যাচে দু’জনের মধ্যে সেই পরিচিত ‘চেস্ট বাম্প’ দেখা গেল না কেন? চণ্ডীগড়ে ফোন করে জানা গেল শনিবার ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এই প্রশ্নটাও নাকি উঠেছিল। যার উত্তরে লি মজা করে বলেন, ‘‘আসলে রোহনের উচ্চতার জন্য এই ব্যাপারটা নিয়ে আমাকে একটু বেশিই ভাবতে হচ্ছে।’’ পাশে বসা রোহনের উদ্দেশে বলেন, ‘‘রোহন, তুই কি আবার এটা শুরু করতে চাস? নাকি নতুন কিছু করবি?’’ রোহন অবশ্য কিছু বলেননি। শুধু হেসে যান। অলিম্পিক্সের আগে গান দিয়ে যে বন্ডিং সেশন শুরু হল, সেটা কতটা ফল দেয়, তা দেখতে আগ্রহী গোটা দেশ। সঙ্গে থাকছে একটা প্রশ্নও।

অলিম্পিক্সের শেষে কি বলা যাবে...

‘ভাই ওয়াহ ভাই ওয়াহ ভাই ওয়াহ?’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE