Advertisement
০৮ অক্টোবর ২০২৪

রোলাঁ গারোয় আছেন, ডেভিসে নেই লিয়েন্ডার

জল্পনা মুছে দিয়ে আগামী সপ্তাহে ফরাসি ওপেনে নামছেন ভারতীয় টেনিস আইকন লিয়েন্ডার পেজ। মিক্স়ড ডাবলস আর ডাবলস, দুটো বিভাগেই খেলবেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ মে ২০১৬ ০৪:০০
Share: Save:

জল্পনা মুছে দিয়ে আগামী সপ্তাহে ফরাসি ওপেনে নামছেন ভারতীয় টেনিস আইকন লিয়েন্ডার পেজ। মিক্স়ড ডাবলস আর ডাবলস, দুটো বিভাগেই খেলবেন তিনি। তবে রোলাঁ গারোয় খেললেও, জুলাইতে চণ্ডীগড়ে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ডেভিস কাপ টাইয়ে খেলবেন না লিয়েন্ডার। সেই সময় রিও অলিম্পিক্সের প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রে যাবেন, জানাচ্ছেন লিয়েন্ডার। এটিপি ডাবলস ‌র‌্যাঙ্কিংয়ে ৫০-এ উঠে এসেছেন প্রাক্তন অলিম্পিক্স ব্রোঞ্জ পদকজয়ী টেনিস তারকা। তাই রিও অলিম্পিক্সে খেলতে আশাবাদী তিনি। রিওর প্রস্তুতির জন্য প্রতি বছরের মতো যুক্তরাষ্ট্রে বিলি জিন কিংগ আমন্ত্রণী টুর্নামেন্টেও খেলা হবে না তাঁর। ফরাসি ওপেনে লিয়েন্ডারের মিক্স়ড ডাবলস পার্টনার হতে চলেছেন মার্টিনা হিঙ্গিস। যাঁর সঙ্গে গত মরসুমে তিনটে গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন লিয়েন্ডার। আর ডাবলসে লিয়েন্ডারের পার্টনার পোল্যান্ডের মার্সিন ম্যাটকওস্কি। যাঁর সঙ্গে আগে এটিপি ডাবলস খেতাব জিতেছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Devis Cup leander paes
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE