Advertisement
১৯ মে ২০২৪

ড্র করে ইপিএল জমিয়ে দিল লেস্টার সিটি

প্রিমিয়ার লিগে ধাক্কা খেল লেস্টার সিটি। রবিবার ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ২-২ ড্র করল তারা। ফলে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার দরজা খুলে গেল টটেনহ্যামের জন্য। যারা স্টোক সিটিকে হারালে লেস্টারের থেকে মাত্র পাঁচ পয়েন্ট নীচে থাকবে।

নিজস্ব প্রতিবেদন,
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৬ ০৪:১০
Share: Save:

প্রিমিয়ার লিগে ধাক্কা খেল লেস্টার সিটি। রবিবার ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ২-২ ড্র করল তারা। ফলে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার দরজা খুলে গেল টটেনহ্যামের জন্য। যারা স্টোক সিটিকে হারালে লেস্টারের থেকে মাত্র পাঁচ পয়েন্ট নীচে থাকবে।

রবিবার নিজেদের ঘরের মাঠে জিতলে আর মাত্র ৬ পয়েন্ট দরকার হত রূপকথার দৌড় শেষ করতে লেস্টারের। কিন্তু হোম ম্যাচ ড্র করে শেষ দিন পর্যন্ত তাদের হয়তো অপেক্ষা করতে হতে পারে ফুটবলের ইতিহাসে অন্যতম অঘটন ঘটাতে। প্রথমার্ধের শুরুতে দুর্দান্ত প্রতিআক্রমণে লেস্টারকে ১-০ এগিয়ে দেন জেইমি ভার্দি। বিরতির পরে সেই ভার্দিকেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।

দ্বিতীয়ার্ধের শেষের দিকে পেনাল্টি পায় ওয়েস্ট হ্যাম। স্পট কিক থেকে ১-১ করেন অ্যান্ডি ক্যারল। যার কিছুক্ষণ পরেই অ্যারন ক্রেসওয়েলের গোলে ২-১ এগোয় ওয়েস্ট হ্যাম। ইনজুরি টাইমে আবার পেনাল্টি পায় লেস্টার। ক্যারলের মতো লিওনার্ডো উজোয়াও কোনও ভুলে করেননি স্পটকিক থেকে। ম্যাচ শেষ হয় ২-২। লেস্টার কোচ র‌্যানিয়েরি বলছেন, ‘‘ড্র থেকে পাওয়া এক পয়েন্টও আমাদের সাহায্য করবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

EPL lester city
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE