Advertisement
২৬ এপ্রিল ২০২৪
lionel messi

বিরাট শাস্তি মেসির, ১২ ম্যাচ নির্বাসিত হতে পারেন বার্সা তারকা

 আচরণের জন্য ১২ ম্যাচ নির্বাসন হতে পারে আর্জেন্টিনা তারকার।

আচরণের জন্য ১২ ম্যাচ নির্বাসন হতে পারে আর্জেন্টিনা তারকার। ছবি: টুইটার থেকে

সংবাদ সংস্থা
বার্সেলোনা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ ১০:৪৬
Share: Save:

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হারই নয়, আরও বড় সমস্যায় পড়তে পারে বার্সেলোনা। ফাইনালে শেষ মুহূর্তে লাল কার্ড দেখেছিলেন লিয়োনেল মেসি। এই কার্ডের ফলে আগামী ১২ ম্যাচে নির্বাসিত হতে পারেন তিনি।

রবিবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ২-৩ গোলে বিলবাওয়ের কাছে হেরে যায় বার্সেলোনা। সেই ম্যাচে একদম শেষ মুহূর্তে বিলবাওয়ের এসিয়ার ভিলালিবারের মাথায় মারেন মেসি। বার্সেলোনার হয়ে ৭৫৩ ম্যাচে প্রথমবার লাল কার্ড দেখেন তিনি। ম্যাচ রিপোর্টে রেফারি লেখেন, বল না থাকা সত্ত্বেও বিপক্ষের ফুটবলারকে ‘অত্যাধিক জোরে’ মারেন মেসি। তাঁর আচরণের জন্য ১২ ম্যাচ নির্বাসন হতে পারে আর্জেন্টিনা তারকার।

ঘটনা বিচার করে স্পেনের ফুটবল সংস্থা সিদ্ধান্ত নেবে। ১২ ম্যাচ নির্বাসন হলে লা লিগা এবং কোপা ডেল রে-তে বিপদে পড়বে বার্সেলোনা।

সুপার কাপের ফাইনালে হার মেনে নিতে পারছিলেন না মেসি। বিরক্ত হয়েই এমন একটি ঘটনা ঘটিয়ে ফেলেছেন বলে মনে করা হচ্ছে। মরসুম শেষে বার্সেলোনাতে মেসি থাকবেন কি না সেই নিয়েও রয়েছে ধোঁয়াশা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football lionel messi barcelona la liga
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE