Advertisement
E-Paper

মুম্বইয়ের কাছে হেরে পিছিয়ে পড়ল এটিকে মোহনবাগান

আইএসএলে একের বিরুদ্ধে দুইয়ের লড়াই। মুখোমুখি এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২১ ১৯:৫০
গোল করার পর সেলিব্রেশন ওগবেচের। ছবি আইএসএল টুইটার

গোল করার পর সেলিব্রেশন ওগবেচের। ছবি আইএসএল টুইটার

দ্বিতীয়ার্ধে প্রণয়, ব্র্যাড ইনমানকে নামিয়েও মুম্বইয়ের বিরুদ্ধে ভাল ফল করতে পারল না এটিকে মোহনবাগান। প্রথম থেকেই প্রাধান্য নিয়ে খেলে শেষপর্যন্ত ৬৯ মিনিটে গোল পেল মুম্বই সিটি এফসিকে। কিছু সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন এডু গার্সিয়া, রয় কৃষ্ণরা। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল মুম্বই আর ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুনম্বরেই থাকল সবুজ মেরুন ব্রিগেড।

• খেলা শেষ| ওগবেচের গোলে জয় পেয়ে লিগ টেবিলের শীর্ষেই থাকল মুম্বই সিটি এফসি।

• ৮৩ মিনিট | এডুর কর্নার থেকে পাওয়া বল নিয়ে দুজনকে কাটিয়ে গোলে শট করেন উইলিয়ামস। মোর্তাদা ফলের গায়ে লেগে বল বাইরে যায়।

• ৬৯ মিনিট | গোওওওল। এগিয়ে গেল মুম্বই। এডু গার্সিয়ার থেকে বল কেড়ে নেন সান্তানা। কিছুটা এগিয়ে এসে বল দেন হুগো বুমোসকে। বল নিয়ে পেনাল্টি বক্সে ঢুকে যান তিনি। ডানদিক থেকে উঠে আসা ওগবেচে কে ব্যাক পাস দেন হুগো। বল ধরে দ্বিতীয় পোস্টে শট করেন ওগবেচে। অরিন্দমের কিছুই করার ছিল না।

• ৫৮ মিনিট | প্রণয়ের থ্রু থেকে বল পান এডু গার্সিয়া। সামনে শুধু অমরিন্দরকে পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি। বল দ্বিতীয় পোস্টে লেগে অমরিন্দরের হাতে আসে।

• ৫৩ মিনিট | এডু গার্সিয়ার শট বাঁচালেন অমরিন্দর

• ৪৯ মিনিট | প্রবীর দাসকে ফাউল করে হলুদ কার্ড দেখলেন মন্দার রাও দেশাই।

• ৪৮ মিনিট | পরিবর্ত হিসেবে নেমেই হলুদ কার্ড দেখেন প্রবীর দাস। এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না তিনি।

বিরতি। প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ করলেও গোল পায়নি মুম্বই সিটি এফসি। মোহনবাগান সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচের ফল 0-0

• ৪৫+১ মিনিট | বিপিনের গোল লক্ষ্য করে শট ব্লক করলেন প্রীতম

• ৩১ মিনিট | জল পানের বিরতি। এটিকে মোহনবাগান ০- মুম্বই সিটি এফসি ০।

• ২৩ মিনিট | একের পর এক আক্রমণ করছে মুম্বই। অটুট এটিকে মোহনবাগান ডিফেন্স।

• ১১ মিনিট | দারুণ সেভ।সহজ সুযোগ নষ্ট করল মুম্বই সিটি এফসি

• ৮ মিনিট | হুগো বুমসের শট সেভ করলেন অরিন্দম

আইএসএলে একের বিরুদ্ধে দুইয়ের লড়াই। মুখোমুখি এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি। রক্ষণ সামলেই আক্রমণে যাওয়ার পরিকল্পনা আন্তোনিও লোপেজ হাবাসের দলের। তবে, এই ম্যাচে তিন ফরওয়ার্ড রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, মনভির সিং খেলছেন। দলে ফিরেছেন গ্লেন মার্টিন্স। চোট কাটিয়ে শুরু থেকেই দলে আছেন জাভি হার্নান্দেস। দলে আছেন এডু গার্সিয়া, শুভাশিস বোস, তিরি, সন্দেশ ঝিঙ্গন, প্রীতম কোটাল। গোলে আছেন অরিন্দম ভট্টাচার্য। এ মরশুমে আইএসএলে নয় ম্যাচের মধ্যে সাতটি ম্যাচে ক্লিন শিট বজায় রেখেছে এটিকে মোহনবাগান। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকতে চাইবে দুই দলই। এই ম্যাচের পর প্রথম পর্বের ম্যাচ শেষ হবে এটিকে মোহনবাগানের। তাই প্রথম পর্বের পর এক নম্বরে থাকতে চায় সবুজ মেরুন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy