Advertisement
০৬ মে ২০২৪
East Bengal

মরশুমের প্রথম ডার্বি গোলশূন্য ড্র

কলকাতা লিগে এখনও  পর্যন্ত ১৫৩টি ডার্বি হয়েছে। তার মধ্যে ইস্টবেঙ্গল জিতেছে ৫০টিতে। মোহনবাগান জিতেছে ৪৪টি ম্যাচ। ৫৯টি ম্যাচ ড্র হয়েছে। আজকের মহা ম্যাচে সবার নজরে দুই প্রধানের স্পেনীয় তারকারা।

দুই স্পেনীয়র মগজাস্ত্রের লড়াই। কিবু ও  আলেয়ান্দ্রো।

দুই স্পেনীয়র মগজাস্ত্রের লড়াই। কিবু ও আলেয়ান্দ্রো।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৫৬
Share: Save:

ইস্টবেঙ্গল— ০ মোহনবাগান— ০

খেলা শেষের লম্বা বাঁশি বাজিয়ে দিলেন শ্রীকৃষ্ণা। কোনও দলই গোল করতে পারল না। মরশুমের প্রথম ডার্বি ড্র।

৯১ মিনিট— বেইতিয়ার সেন্টার থেকে জেসুরাজ বল ছোঁয়াতেই পারলেন না।

৯০ মিনিট— অতিরিক্ত তিন মিনিট সময় দিলেন রেফারি।

৮৫ মিনিট— পিন্টু মাহাতোকে তুলে সামাদকে নামালেন আলেয়ান্দ্রো।

৭৮ মিনিট— ফ্রান গনজালেজের হেড বাইরে। ম্যাচ এখনও গোলশূন্য।

৭৫ মিনিট — ব্রিটোকে নামালেন কিবু। তুলে নিলেন সুরাবউদ্দিনকে।

৭০ মিনিট — জোড়া পরিবর্তন মেনেন্দেজের। মার্কোসের বদলে হাইমে, রোনাল্ডোর পরিবর্তে নামলেন বিদ্যাসগর।

৬৩ মিনিট— পিন্টুর কাছ থেকে বল পেয়ে রোনাল্ডো গোল করতে পারেননি। দেবজিৎ এগিয়ে এসে বল বিপন্মুক্ত করেন।

৬১ মিনিট— নাওরেমের পরিবর্তে মাঠে নামলেন জেসুরাজ।

৬০ মিনিট— আশুতোষের সেন্টার থেকে সুহের বলে পা ঠিকমতো ছোঁয়াতে পারলেন না।

৫৩ মিনিট— ডিকার কর্নার থেকে ইস্টবঙ্গলের স্ট্রাইকার মার্কোস হেড করেছিলেন। তা লক্ষ্যভ্রষ্ট হয়।

বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু।

৪১ মিনিট— মার্কোসের উদ্দেশে বাড়ানো বল ধরতেই পারলেন না স্পেনীয় স্ট্রাইকার।

৩১ মিনিট— বাঁ প্রান্ত থেকে ইস্টবেঙ্গেলের ব্র্যান্ডন বল ভাসিয়েছিলেন। দেবজিৎ বল ধরে নেন।

২৫ মিনিট— রালতের ফ্রি কিক সোজা দেবজিতের হাতে।

২১ মিনিট— ডান প্রান্ত থেকে পিন্টু সেন্টার ভাসান। রোনাল্ডো জায়গায় পৌঁছতে পারেননি।

১৫ মিনিট— বেইতিয়ার ফ্রি কিক থেকে হেড নিয়েছিলেন গুরজিন্দর কুমার। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় সেই হেড।

১২ মিনিট— বাঁ প্রান্ত থেকে চুলোভার সেন্টার। ইস্টবেঙ্গল গোলকিপার রালতে ধরে ফেলেন।

৮ মিনিট— হঠাৎই গতি বাড়িয়ে রোনাল্ডো ঢুকে পড়েন মোহনবাগানের পেনিট্রেটিভ জোনে। তার পরে গোল লক্ষ্য করে শট নেন রোনাল্ডো। বল লক্ষ্যভ্রষ্ট হয়।

দুই স্পেনীয় কোচের মগজাস্ত্রের লড়াই রবিবারের যুবভারতীতে। ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেন্দেজ দলে ব্যাপক পরিবর্তন এনেছেন। হাইমে স্যান্টোস কোলাডোকে প্রথম একাদশেই রাখেননি তিনি। উল্টে মার্কোস দে লা এসপাড়াকে শুরু থেকে ব্যবহার করছেন ইস্টবেঙ্গল কোচ। অন্য দিকে মোহনবাগান কোচ কিবু ভিকুনা সালভা চামোরোকে রিজার্ভ বেঞ্চে রেখেছেন। দ্বিতীয়ার্ধে মরণকামড় দেওয়ার চেষ্টা করবেন দু’ দলের দুই কোচ।

কলকাতা লিগে এখনও পর্যন্ত ১৫৩টি ডার্বি হয়েছে। তার মধ্যে ইস্টবেঙ্গল জিতেছে ৫০টিতে। মোহনবাগান জিতেছে ৪৪টি ম্যাচ। ৫৯টি ম্যাচ ড্র হয়েছে। আজকের মহা ম্যাচে সবার নজরে দুই প্রধানের স্পেনীয় তারকারা। তাঁদের দিকেই তাকিয়ে দুই প্রধানের ভক্তরা। আজ সমস্ত রাজপথ এসে মিশেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। গ্যালারিতে রংয়ের খেলা। দু’ প্রধানের সমর্থকদের গগনভেদী চিৎকারে মুখরিত যুবভারতী।

ইস্টবেঙ্গল— রালতে, মেহতাব, মার্তি, কমলপ্রীত, অভিষেক, কাশিম, রালতে, রোনাল্ডো, মার্কোস, ব্র্যান্ডন, পিন্টু

মোহনবাগান— দেবজিৎ, আশুতোষ, ফ্রান মোরান্তে, গুরজিন্দর, চুলোবা, সুরাবুদ্দিন, শাহিল, ফ্রান গনজালেজ, নাওরেম, বেইতিয়া, সুহের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

East Bengal Mohun Bagan Derby
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE