Advertisement
১৮ মে ২০২৪

টানা সাত ম্যাচ জিতে অপ্রতিরোধ্য লিভারপুল

এই জয়ে লিভারপুলই ইপিএলে শীর্ষে থাকল। সাত ম্যাচে তাদের পয়েন্ট ২১। দু’নম্বরে ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার পেপ গুয়ার্দিওলার দল ৩-১ হারাল এভার্টনকে। ম্যান সিটির গ্যাব্রিয়েল জেসুস, রিয়াদ মাহরেজ ও রাহিম স্টার্লিং গোল করলেন। তাঁরা টেবলে দু’নম্বরে। পয়েন্ট ৭ ম্যাচে ১৬।

জয়োল্লাস: ওয়াইনালডামের (বাঁ দিকে) সঙ্গে উল্লাস ফির্মিনোর। এএফপি

জয়োল্লাস: ওয়াইনালডামের (বাঁ দিকে) সঙ্গে উল্লাস ফির্মিনোর। এএফপি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৯ ০৪:০১
Share: Save:

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে মহম্মদ সালাহরা টানা সাত ম্যাচে পুরো পয়েন্ট পেয়ে জয়ের ধারা অব্যাহত রাখলেন। যদিও কাঠখড় পুড়িয়ে এ দিন বাইরের মাঠে শেফিল্ড ইউনাইটেডের বিরুদ্ধে ১-০ জয় পেয়েছে লিভারপুল। খেলার ৭০ মিনিটে ভলি মেরে একমাত্র গোলটি করেন জর্জিনো ওয়াইনালডাম। অবশ্য এই গোলটাও লিভারপুল পেত না, যদি না শেফিল্ডের গোলরক্ষক বল ধরার সময় দ্বিধাগ্রস্থ না হয়ে পড়তেন।

এই জয়ে লিভারপুলই ইপিএলে শীর্ষে থাকল। সাত ম্যাচে তাদের পয়েন্ট ২১। দু’নম্বরে ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার পেপ গুয়ার্দিওলার দল ৩-১ হারাল এভার্টনকে। ম্যান সিটির গ্যাব্রিয়েল জেসুস, রিয়াদ মাহরেজ ও রাহিম স্টার্লিং গোল করলেন। তাঁরা টেবলে দু’নম্বরে। পয়েন্ট ৭ ম্যাচে ১৬।

এ দিকে, লিভারপুলের প্রাক্তন স্ট্রাইকার পিটার কাউচ মন্তব্য করলেন, ‘‘প্রতিটি ম্যাচে দল অসাধারণ খেলবে এমন কোনও কথা নেই। ম্যাঞ্চেস্টার সিটিও সেটা পারেনি গত বার। কিন্তু লিভারপুল তাদের খেলায় যে সাহস আর শক্তি দেখাচ্ছে, তাতে মনে হয় না এ বার ইপিএল জিততে কোনও অসুবিধে হবে বলে।’’ শুধু কাউচ নন। প্রায় একই ধরনের কথা বলেছেন জো কোল। তাঁর কথা, ‘‘লিভারপুলকে কারা চ্যালেঞ্জ জানাবে? ম্যাঞ্চেস্টার সিটির নাম মাথায় আসে। কিন্তু পেপ গুয়ার্দিওলার দলেও অনেক দুর্বলতা আছে। বিশেষ করে রক্ষণে। কিন্তু লিভারপুলের কোনও দুর্বলতা এখন পর্যন্ত চোখে পড়েনি।’’ শনিবার জিতেছে চেলসি আর টটেনহ্যামও। চেলসি ২-০ হারিয়েছে ব্রাইটনকে। গোল করেছেন জর্জিনো ও উইলিয়ান। টটেনহ্যাম ২-১ জিতেছে সাউদাম্পটনের বিরুদ্ধে। স্পার্সের দুই গোলদাতা ট্যাঙ্গুই নদমবেলে ও হ্যারি কেন।

শেফিল্ডকে হারিয়ে উঠে সাংবাদিক সম্মেলনে আসা ক্লপকে বলা হয় কাউচ ও কোলের ভবিষ্যদ্বাণীর কথা। তাতে জার্মান কোচের প্রতিক্রিয়া, ‘‘আমাদের সম্পর্কে এত ভাল ভাল কথা বলার জন্য ওঁদের ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে এটাও বলব যে এত তাড়াতাড়ি এ সব বলার কোনও মানে হয় না।’’ যোগ করেন, ‘‘আগেও বলেছি যে আমাদের লড়তে হচ্ছে ম্যান সিটির মতো দলের সঙ্গে। যারা এই মুহূর্তে ইউরোপের সেরা ক্লাব। এ বারের ইপিএলে পেপের ক্লাব যে অবস্থাতেই থাকুক, আমি এখনও ওদেরই ফেভারিট বলব।

রোনাল্ডো, নেমারের গোল: সেরি আ-য় জুভেন্টাস শনিবার ২-০ হারাল স্পালকে। একটি গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। হেড থেকে। ইটালির লিগে শীর্ষে অবশ্য ইন্টার মিলান। এ দিন তারা ৩-১ হারিয়েছে সাম্পদোরিয়াকে। ইন্টারের পয়েন্ট ৬ ম্যাচে ১৮। জুভেন্টাসের ১৬। গোল পেলেন নেমার দা সিলভাও (জুনিয়র)। ফরাসি লিগ ওয়ানে পিএসজি তাঁর গোলেই ১-০ হারাল বোর্দোকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Liverpool Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE