Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সুয়ারেস-গ্রিজম্যান জুটি নিয়ে স্বপ্ন দেখা শুরু বার্সা ভক্তদের

এই মরসুমেই প্রায় ৯১৫ কোটি টাকায় ফরাসি তারকাকে আতলেতিকো দে মাদ্রিদ থেকে নিয়েছে বার্সা। ইতিমধ্যেই তিনি বুঝিয়ে দিচ্ছেন, লা লিগা চ্যাম্পিয়ন ক্লাব তাঁকে দলে নিয়ে কোনও ভুল করেনি।

উচ্ছ্বাস: সুয়ারেসের গোলের পরে অভিনন্দন গ্রিজ়ম্যানের। শনিবার নাপোলির বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে। এএফপি

উচ্ছ্বাস: সুয়ারেসের গোলের পরে অভিনন্দন গ্রিজ়ম্যানের। শনিবার নাপোলির বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে। এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৯ ০৪:৩৭
Share: Save:

জোড়া গোল করলেন লুইস সুয়ারেস। নতুন ক্লাব বার্সেলোনায় এসে প্রথম গোল পেলেন আঁতোয়ান গ্রিজম্যান। লা লিগায় প্রথম ম্যাচ খেলতে নামার আগে ওয়াশিংটনে নাপোলিকে ৪-০ হারাল লিয়োনেল মেসির ক্লাব। সব চেয়ে বড় কথা, ফুটবল বিশ্লেষকেরা বলে দিলেন, বার্সায় এ বার সুয়ারেস-গ্রিজ়ম্যান যুগের আভাস স্পষ্ট হয়ে উঠল। তাঁদের পরিষ্কার বক্তব্য, এই দু’জনের সঙ্গে মেসির বোঝাপড়া তৈরি হলে আগামী দিনে দুরন্ত হয়ে উঠতে পারে স্পেনের বিখ্যাত ক্লাবটি।

এই মরসুমেই প্রায় ৯১৫ কোটি টাকায় ফরাসি তারকাকে আতলেতিকো দে মাদ্রিদ থেকে নিয়েছে বার্সা। ইতিমধ্যেই তিনি বুঝিয়ে দিচ্ছেন, লা লিগা চ্যাম্পিয়ন ক্লাব তাঁকে দলে নিয়ে কোনও ভুল করেনি। বিশেষ করে সুয়ারেসের সঙ্গে সুন্দর বোঝাপড়া তৈরি করে বারবার আক্রমণে ঝড় তুলছেন তিনি। নতুন ক্লাবে এসে প্রথম গোল করে দারুণ খুশিও ফরাসি তারকা। বার্সার টুইটারে বললেন, ‘‘নতুন ক্লাবের জামা পরে প্রথম গোলটা করে আমি কতটা খুশি বলে বোঝাতে পারব না। আশা করছি আগামী দিনে এই ক্লাবের হয়ে প্রচুর গোল করব। আজ যার শুরুটা হয়ে গেল।’’ গ্রিজ়ম্যান গোল পাওয়ায় খুশি বার্সা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দেও। তাঁর কথা, ‘‘ওর ফিটনেস অসাধারণ বললেও কম বলা হবে। সারাক্ষণ দারুণ কিছু করার জন্য মরিয়া থাকে। লুইসের সঙ্গে মিলে আজ তো রীতিমতো মাঠ শাসন করল। এত ভাল একজন ফুটবলারকে পেলে যে কোনও দল আরও শক্তিশালী হয়ে উঠবে। আমরা সত্যিই তাই ভাগ্যবান।’’

আর ছ’দিন পরে বার্সার লা লিগায় প্রথম ম্যাচ আতলেতিক বিলবাওয়ের সঙ্গে। এখনও জল্পনা বজায় আছে নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়রের ক্যাম্প ন্যুতে ফেরা নিয়ে। কিন্তু মেসিদের ম্যানেজার ভালভার্দে পরিষ্কার বলে দিলেন, ব্রাজিলীয় তারকার তাঁর ক্লাবে ফেরার সম্ভাবনা নিয়ে তিনি একটুও ভাবছেন না। যাঁরা ক্লাবে আছেন তাঁদের নিয়েই ভাল কিছু করার ব্যাপারে তিনি আশাবাদী।

পায়ের পেশিতে চোট থাকায় যুক্তরাষ্ট্র সফরে খেলছেন না মেসি। তাঁকে ছাড়াই কিন্তু বার্সা দিব্যি জিতছে। গত বুধবার এই নাপোলিকেই ২-১ হারিয়েছিল। শনিবারও সারা ম্যাচে দাপট ছিল সুয়ারেসদের। বলতে গেলে সারাক্ষণই বার্সার ফুটবলারেরা নিজেদের মধ্যে পাস খেলে আক্রমণ তৈরি করেন। তাদের চারটি গোল মাত্র ১৫ মিনিটের মধ্যে হয়েছে। শনিবার চতুর্থ গোলটি করেন উসমান দেম্বেলে।

ভালভার্দে শনিবার নেমার প্রসঙ্গে বলেন, ‘‘ও আসবে কি আসবে না, সত্যি আমরা জানি না। লা লিগা আর আমাদের পরের ম্যাচ ছাড়া অন্য কিছুই মাথায় রাখতে চাই না। যারা আমার হাতে আছে তাদের নিয়ে কাজ করছি।’’ সঙ্গে যোগ করেন, ‘‘বার্সায় এই মহূর্তে অসাধারণ সব ফুটবলার আছে। গত বার চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটা আর কাপ ফাইনাল বাদে সব খেলাতে ওরা প্রায় নিখুঁত ফুটবল খেলেছে। এই মরসুমের আগে নতুন কয়েক জনকেও নেওয়া হয়েছে। চেষ্টা করব সবাইকে নিয়ে এ বার আমাদের খেলায় আরও উন্নতি করার।’’ আসন্ন মরসুমের চাপ নিয়ে তাঁর মন্তব্য, ‘‘বার্সার যে-ই কোচ হোক সবার নজর তার উপরে থাকে। এটা ভাবলে খারাপ লাগে যে, লোকে সব সময় অনেক জয় ভুলে একটা-দু’টো হারের কথাই মনে রাখে। তবে এটাও আমি মেনে নিয়েছি। চেষ্টা করব এ বার সব ম্যাচে জেতার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE