Advertisement
১৯ এপ্রিল ২০২৪

নেইমারের ম্যাজিক গোলে চনমনে ব্রাজিল

নেইমার কী ঘটাতে পারেন কোপা আমেরিকায়? ব্রাজিলের প্র্যাকটিসে যোগ দিয়েই কি সেটা বুঝিয়ে দিলেন ইউরোপিয়ান ফুটবলের নতুন ব্রাজিল-রাজা!

প্র্যাকটিসে রোবিনহো-একাদশকে হারিয়ে নেইমার-একাদশ। ছবি: টুইটার।

প্র্যাকটিসে রোবিনহো-একাদশকে হারিয়ে নেইমার-একাদশ। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ জুন ২০১৫ ০৩:৪০
Share: Save:

নেইমার কী ঘটাতে পারেন কোপা আমেরিকায়?
ব্রাজিলের প্র্যাকটিসে যোগ দিয়েই কি সেটা বুঝিয়ে দিলেন ইউরোপিয়ান ফুটবলের নতুন ব্রাজিল-রাজা!
গত রবিবার মেক্সিকোর বিরুদ্ধে ব্রাজিলের শেষ ওয়ার্ম আপ ম্যাচে খেলেননি নেইমার। কিন্তু পরের দিনই পোর্তো আলেগ্রেতে দুঙ্গার টিমে যোগ দিয়েই আলোড়ন তোলেন নেইমার। জাতীয় দলের প্র্যাকটিসে এমন একটা গোল করেন ব্রাজিলের ওয়ান্ডারকিড, যার ধারেকাছে আসবে না তাঁর বার্সার ৩৯ গোলের একটাও!
কেমন সেই গোল? গোলপোস্টের উল্টো দিকে থেকেও জালে বল ঢোকান নেইমার! তা-ও প্র্যাকটিসে ব্যবহৃত ছোট মাপের গোলপোস্টে, যা অনেকটা হকির গোলপোস্টের মতো। কিন্তু সেই গোলপোস্টের পিছনেই ছয় গজ দূর থেকে নেইমার বল স্পিন করিয়ে গোলের সামনে দিয়ে জালে পাঠান। এ বারের কোপা আমেরিকার উদ্যোক্তা চিলি-সহ ফুটবল মহল জুড়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে— এই যদি প্রোমো হয়, তা হলে আসল ‘নেইমার শো’ কতটা অসাধারণ হবে!

বুধবার আবার তেইশ বছরের মহানায়ক নেইমার বনাম ব্রাজিল দলে প্রত্যাবর্তন ঘটানো পুরনো মহানায়ক রোবিনহোর একাদশের প্র্যাকটিস ম্যাচে নেইমাররা জেতেন ৬-৫ গোলে। যা দেখে ব্রাজিল কোচ দুঙ্গা খুশি। বলেন, ‘‘স্কোরলাইনেই বোঝা যাচ্ছে, প্রথম দলে ঢুকতে প্রতিটা ছেলে কী রকম তেতে আছে। এতে আখেরে ব্রাজিল টিমেরই লাভ। আমি নিশ্চিত কোপায় ব্রাজিল এ রকমই তেতে খেলবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE