এর আগে কখনও ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে হারেননি ডি গুকেশ। নরওয়ে দাবা প্রতিযোগিতায় প্রথম দিনেই বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ হেরে গেলেন কার্লসেনের বিরুদ্ধে। এর আগে তিন বার তাঁরা মুখোমুখি হলেও ম্যাচ ড্র হয়েছিল।
গুকেশকে মাত্র ৫৫ দানে হারিয়ে দেন কার্লসেন। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম গুকেশ খেলতে বসেছিলেন কার্লসেনের বিরুদ্ধে। কালো ঘুঁটি নিয়ে খেলছিলেন ভারতীয় দাবাড়ু। শুরুতে সমানে-সমানে লড়াই হচ্ছিল। কিন্তু শেষ দিকে গুকেশের উপর চাপ বাড়িয়ে দেন কার্লসেন। সময়ও কমে যাচ্ছিল গুকেশের কাছে। শেষ পর্যন্ত হার মানতে হয় বিশ্ব চ্যাম্পিয়নকে। কার্লসেন বলেন, “বড় জয়। দাবায় কোনও বাধাধরা পদ্ধতি হয় না। আমি এই ম্যাচটা ভাল খেলেছি। একটা সময় গুকেশ ভাল খেলছিল। দু’জনেই জেতার মতো জায়গায় ছিলাম। যে কেউ জিততে পারত।” এই জয়ের সঙ্গে তিন পয়েন্ট পেয়ে গিয়েছেন কার্লসেন।
আরও পড়ুন:
গুকেশ জিততে না পারলেও অন্য ভারতীয় দাবাড়ু অর্জুন এরিগাইসি জিতেছেন। তিনি ক্রমতালিকায় বিশ্বের চার নম্বর। অর্জুন হারিয়ে দেন চিনের ওয়েই ই ইন আরমাগেডনকে। আগ্রাসী শুরু করেছিলেন ভারতীয় দাবাড়ু। কালো ঘুঁটি নিয়ে খেললেও সমস্যা হয়নি তাঁর। দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবেন গুকেশ এবং অর্জুন।