Advertisement
০৪ মে ২০২৪
Football

পয়েন্ট নষ্ট মানেদের, জিতেও চাপে পেপ

দলের পারফরম্যান্স নিয়ে উদ্বেগে থাকা গুয়ার্দিওলা বললেন, ‘‘এক নম্বরের থেকে অনেকটাই দূরে রয়েছি।

হতাশ: এগিয়ে গিয়েও ড্র। ম্যাচের পরে লিভারপুলের চেম্বারলিন। রয়টার্স

হতাশ: এগিয়ে গিয়েও ড্র। ম্যাচের পরে লিভারপুলের চেম্বারলিন। রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ০৪:৪১
Share: Save:

ইপিএল
লিভারপুল ১ • ওয়েস্ট ব্রম ১

ম্যাঞ্চেস্টার সিটি ২ • নিউক্যাসল ০

ইপিএলে আটকে গেল লিভারপুল। গতবারের চ্যাম্পিয়ন ক্লাব রবিবার ওয়েস্ট ব্রমের বিরুদ্ধে ১২ মিনিটেই সাদিয়ো মানের গোলে এগিয়ে যায়। কিন্তু ৮২ মিনিটে হেডে গোল দিয়ে ফল ১-১ করে দেন সেমি অ্যাজাই। মরিয়া চেষ্টা করেও বাকি সময়ে মহম্মদ সালাহরা আর গোল করতে পারেননি। ড্র করেও লিগ টেবলে লিভারপুল অবশ্য শীর্ষেই থাকল। তাদের পয়েন্ট ১৫ ম্যাচে ৩২।

পাশাপাশি শনিবার এলখাই গুন্দোয়ান ও ফেরান তোরেসের গোলে এতিহাদে ম্যাঞ্চেস্টার সিটি ২-০ হারায় নিউক্যাসলকে। এবং পেপ গুয়ার্দিওলার ক্লাব টেবলে পাঁচে উঠে আসে। পয়েন্ট ১৪ ম্যাচে ২৬। বৃষ্টি ও ঠান্ডার রাতে নিউক্যাসল দল সাজিয়েছিল পাঁচ জনকে রক্ষণে রেখে। কিন্তু ম্যান সিটির আক্রমণের জোয়ারে তাদের দিশেহারা অবস্থা হয়। আশ্চর্যের ব্যাপার এতিহাদে বড় ব্যবধানে জেতেনি ম্যান সিটি! ১৪ মিনিটে রাহিম স্টার্লিংয়ের পাস ধরে গুন্দোয়ান মাথা ঠান্ডা রেখে ১-০ করেন। দ্বিতীয় গোলের ক্ষেত্রে বিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে বল অরক্ষিত অবস্থায় তোরেসের কাছে চলে আসে।

দলের পারফরম্যান্স নিয়ে উদ্বেগে থাকা গুয়ার্দিওলা বললেন, ‘‘এক নম্বরের থেকে অনেকটাই দূরে রয়েছি। গত সপ্তাহে তো দশে নেমে গিয়েছিলাম। সব দলই এ বার কখনও কখনও খুব খারাপ খেলছে। আমরাও ব্যতিক্রম নই। আজ অবশ্য অসম্ভব ভাল খেলেছে ছেলেরা।’’ যোগ করেন, ‘‘তবে ৪৫ ঘণ্টার মধ্যেই ছেলেদের খেলতে হবে গুডিসন পার্কে। ম্যাচের পরের দিনও বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। তাই ধারাবাহিকতা দেখানো খুব কঠিন।’’

ইপিএলে শনিবার বড় চমক ঘটিয়েছে আর্সেনাল। চেলসিকে ৩-১ হারিয়ে। আর্সেনাল এ বার যা খেলছিল তাতে পরের সপ্তাহেই তাদের হয়তো অবনমন বাঁচানোর লড়াই করতে হত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football English Premiere League EPL 2020
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE