Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বিধ্বংসী আগুয়েরো, শিল্ড জয় সিটির

চমকে দিলেন আগুয়েরোও। কে বলবে রাশিয়া বিশ্বকাপ থেকে তিনি ব্যর্থতার এক রাশ গ্লানি নিয়ে দেশে ফিরেছেন। এ দিন তাঁর চোরা গতির কাছে এক কথায় নাকানিচোবানি খেল চেলসির ডিফেন্স।

উৎসব: কমিউনিটি শিল্ডে চেলসির বিরুদ্ধে গোলের পরে ম্যাঞ্চেস্টার সিটির আগুয়েরো। রবিবার। ছবি: রয়টার্স।

উৎসব: কমিউনিটি শিল্ডে চেলসির বিরুদ্ধে গোলের পরে ম্যাঞ্চেস্টার সিটির আগুয়েরো। রবিবার। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৮ ০৪:৫৮
Share: Save:

ওয়েম্বলি স্টেডিয়ামের মারাত্মক গরমে রবিবার বিকেলে কমিউনিটি শিল্ড ফাইনাল খেলা হল। এই ট্রফি পায় ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ী এবং এফএ কাপ চ্যাম্পিয়ন ক্লাবের মধ্যে ম্যাচের বিজয়ী দল। রবিবার ইপিএলে সেরা ম্যাঞ্চেস্টার সিটি ২-০ গোলে হারিয়ে দিল গত মরসুমে এফএ কাপজয়ী চেলসিকে।

ম্যান সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলা বলেছিলেন, আরও সাফল্যের জন্য তাঁর খিদে মেটার নয়। রবিবার তাঁর আরও সাফল্য নিশ্চিত করলেন চেলসির ‘ক্ষুধার্ত’ ফুটবলারেরা। তাও মারাত্মক গরমে যখন ফুটবলাররা কতটা কী করতে পারবেন তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছিল।

জোড়া গোল করলেন সের্খিয়ো আগুয়েরো। ম্যাচের ১৩ ও ৫৮ মিনিটে। দু’টি গোলই বুঝিয়ে দিল কতটা সুযোগসন্ধানী ফুটবলার এই আর্জেন্টাইন। কিন্তু তাঁকেও যেন ছাপিয়ে গেলেন সবে আঠেরোয় পা রাখা ব্রিটিশ প্রতিভা ফিল ফডেন। আগুয়েরোর গোলের পিছনেও অবদান তাঁর অনবদ্য পাসের।

এমন একটা চাপের ম্যাচেও ম্যান সিটি এতটাই ভাল খেলল যে নতুনদের নিয়ে যথেচ্ছ পরীক্ষা করলেন গুয়ার্দিওলা। এমনকি ফডেনকেও তুলে নিলেন একটা সময়। আর গোটা ওয়েম্বলি দাঁড়িয়ে উঠে অভিনন্দিত করল এই বিস্ময় প্রতিভাকে।

চমকে দিলেন আগুয়েরোও। কে বলবে রাশিয়া বিশ্বকাপ থেকে তিনি ব্যর্থতার এক রাশ গ্লানি নিয়ে দেশে ফিরেছেন। এ দিন তাঁর চোরা গতির কাছে এক কথায় নাকানিচোবানি খেল চেলসির ডিফেন্স। আন্তোনিয়ো কন্তে বরখাস্ত হওয়ার পরে চেলসির নতুন ম্যানেজার হয়ে এসেছেন মাউরিসিয়ো সাররি। প্রাক মরসুম ম্যাচের পরে প্রথম প্রতিযোগিতামূলক লড়াইয়ে ম্যানেজারের ভূমিকায় অত্যন্ত বিশ্রী একটা অভিজ্ঞতার মুখোমুখি হতে হল। বিশেষ করে দ্য ব্লুজ-এর ডিফেন্স এ দিন কার্যত পরের পর ভুল করে গিয়েছে। সাররি নিশ্চয়ই ভাবছেন, সামনে গোটা মরসুম পড়ে রয়েছে। এ ভাবে খেললে আসন্ন ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির সামনে মহাসংকটই অপেক্ষা করছে।

গুয়ার্দিওলার ক্ষেত্রে ছবিটা ঠিক উল্টো। তারকাদের ছাড়াই তাঁর প্রাক মরসুম প্রস্তুতি প্রায় নিখুঁত। অনেক নতুন ফুটবলার খেলানোর ঝুঁকিও তিনি নিলেন অবলীলালয়। সব চেয়ে বড় কথা কমিউনিটি শিল্ড জিতে সেই ঝুঁকিপূর্ণ পরীক্ষাতেও উতরে গেলেন সহজেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Sergio Aguero Manchester City
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE