অতিমারির পর এই প্রথম কোনও ফুটবল ম্যাচে দেখা গেল গ্যালারি ভর্তি দর্শক। শনিবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম লিডস ম্যাচে গ্যালারিতে হাজির ছিলেন ৭২ হাজার দর্শক। তাঁদের প্রত্যাবর্তনের সঙ্গেই ফিরল ইংরেজ ফুটবল সমর্থকদের পরিচিত মারপিটের দৃশ্য। ম্যাচের পর দু’দলের সমর্থকরাই একে অপরের বিরুদ্ধে চড়াও হলেন।
শনিবার এ মরশুমের ইপিএল-এর প্রথম ম্যাচে লিডসের মুখোমুখি হয়েছিল ওলে গুন্নার সোলসারের ম্যান ইউ। ব্রুনো ফের্নান্দেসের হ্যাটট্রিকের দৌলতে লিডসকে ৫-১ ব্যবধানে হারাল তারা। ম্যান ইউয়ের হয়ে বাকি দুটি গোল করেন ম্যাসন গ্রিনউড এবং ফ্রেড।
Scrapping pic.twitter.com/cznqNmiIZP
— dewseh(@harrisdews) August 14, 2021
তবে খেলার পর লিডস সমর্থকরা খেপে ওঠেন। ম্যাঞ্চেস্টার সমর্থকদের আচমকাই আক্রমণ করতে শুরু করেন। ওল্ড ট্র্যাফোর্ডের সামনের রাস্তায় শুরু হয়ে যায় দু’দলের সমর্থকদের মধ্যে লড়াই। একের অপরের দিকে চেয়ার ছুড়ে মারতে থাকেন তাঁরা। রাস্তার ধারে থাকা ডাস্টবিন নিয়েও বিপক্ষ সমর্থকদের উপর চড়াও হতে দেখা যায়।
তবে মারপিট বেশিক্ষণ চলেনি। কিছুক্ষণের মধ্যেই এলাকার দখল নেয় পুলিশ। সমর্থকদের ঝামেলা মেটানো হয় দ্রুত।