তাকে ঘিরে প্রত্যাশা ছিল বিরাট। আগের দুই ইভেন্টে খালি হাতে ফেরা নিজেই বিশ্বাস করতে পারেনি। কেঁদেও ফেলে হরিয়ানার ঝাঁঝর গ্রামের বিস্ময়-শুটার মনু ভাকের। বুধবার দিল্লির ড. কার্নি সিংহ স্টেডিয়াম অবশ্য এই সপ্তদশীর মুখে হাসি দেখল। অবশেষে।
বিশ্বকাপ শুটিংয়ে ১০ মিটার মিক্সড টিম ইভেন্টে মনুর গলায় উঠল সোনার পদক। টিম ইভেন্ট বলে কৃতিত্ব তার সঙ্গী আর এক বিস্ময় প্রতিভা সৌরভ চৌধরিরও। মনুদের সৌজন্যেই প্রতিযোগিতা থেকে ভারত পেল তৃতীয় সোনা। এবং পদক তালিকায় তিনে জায়গা করে নিল হাঙ্গেরির সঙ্গে।
আশ্চর্যের, নিজের প্রিয় ইভেন্ট ১০ মিটার এয়ার পিস্তলে মনু ফাইনালে উঠতে পারেনি। আর পঁচিশ মিটার পিস্তল ফাইনালে সবাইকে অবাক করে পঞ্চম হয়। যে ইভেন্টের ঠিক পরেই কান্নায় ভেঙে পড়ে হতাশ মনু।