Advertisement
০১ মে ২০২৪
boxing

Mary Kom: ট্রায়ালেই গুরুতর চোট, কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন মেরি কম

সম্ভবত জীবনের শেষ কমনওয়েলথ গেমস ছিল। কিন্তু চোটের কারণে স্বপ্নভঙ্গ মেরির। ছিটকে গেলেন প্রতিযোগিতা থেকে।

চোট পেলেন মেরি

চোট পেলেন মেরি ছবি পিটিআই

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ জুন ২০২২ ২০:৫৪
Share: Save:

তাঁর জীবনের হয়তো এটাই শেষ কমনওয়েলথ গেমস ছিল। সেই প্রতিযোগিতায় অংশ নিতে বার্মিংহ্যামে আর যাওয়াই হচ্ছে না মেরি কমের। শুক্রবার দিল্লিতে নির্বাচনী ট্রায়ালে চোট পেয়ে কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন তিনি।

শুক্রবার হরিয়ানার নীতুর বিরুদ্ধে ৪৮ কেজি বিভাগের ট্রায়ালে নেমেছিলেন মেরি। প্রথম রাউন্ডেই লড়াই করতে করতে হাঁটু ঘুরে যায় তাঁর। রিংয়ে পড়ে যান। ডাক্তাররা ছুটে আসেন তাঁর শুশ্রূষা করতে। প্রাথমিক চিকিৎসার পর পায়ে ব্যান্ডেজ বেধে নামার চেষ্টা করেন। তবে টানতে পারেন। কিছু ক্ষণ পরে আবার বাঁ পা চেপে ধরে বসে পড়েন। দেখেই বোঝা যাচ্ছিল প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। পরে ভারতের বক্সিং সংস্থা একটি বিবৃতিতে জানিয়ে দেয়, মেরি কমনওয়েলথে অংশ নিতে পারবেন না।

বের করে আনা হচ্ছে মেরিকে।

বের করে আনা হচ্ছে মেরিকে। ছবি পিটিআই

গত বারই কমনওয়েলথে প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসাবে সোনা জিতেছিলেন মেরি। এশিয়ান গেমসেও দু’বার সোনা জিতেছেন। শেষ বার তাঁকে দেখা গিয়েছিল টোকিয়ো অলিম্পিক্সে। প্রি-কোয়ার্টার থেকে বিদায় নেন তিনি। আগেই মেরি জানিয়েছিলেন, কমনওয়েলথ গেমসে ভাল খেলার জন্য বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমসে তিনি নামবেন না। তবে স্বপ্নভঙ্গ হল মেরির।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

boxing Commonwealth Games Injury mary kom
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE