যুক্তরাষ্ট্র ওপেনে জুনিয়র গার্লস বিভাগের সিঙ্গলসে নজর কেড়ে নিয়েছে ভারতের মায়া রাজেশ্বরণ রেবতী। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দ্বিতীয় বাছাই ব্রিটেনের হানা ক্লুগম্যানের কাছে হারলেও ১৬ বছর বয়সি মায়ার লড়াই চর্চায় উঠে এসেছে।
লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামে তিন সেটের ম্যাচে মায়া দু’ঘণ্টারও বেশি লড়াই করে শেষ পর্যন্ত হারে ৭-৬ (১), ৪-৬, ৩-৬ ফলে। মায়া স্কলারশিপ পেয়েছে মায়োরকায় রাফায়েল নাদাল অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার। প্রথম রাউন্ডে মায়া হারায় চিনের ঝ্যাং কিয়ান উই-কে ৭-৬, ৬-৩ ফলে। গ্র্যান্ড স্ল্যামে প্রথম মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে এ বার মায়া। কিন্তু বিশ্বের পাঁচ নম্বর ক্লুগম্যানের বিরুদ্ধে অভিযান শেষ হয়ে যায়। তবু কোয়েমবত্তূর-এর তরুণী দেখিয়ে দিয়েছে, কেন তাকে ভারতীয় টেনিসের ভবিষ্যতের তারকা মনে করা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)