Advertisement
E-Paper

ম্যারেজ ডে-তে বিনির কামাল, সাক্ষাৎকারে স্ত্রী ল্যাঙ্গার

শুক্রবার পঞ্চম বিবাহবার্ষিকী ছিল মায়ান্তি ল্যাঙ্গার এবং স্টুয়ার্ট বিনির। আর এই দিনই কর্নাটক প্রিমিয়ার লিগে খেলা ছিল বিনির দল বেলাগাভী প্যান্থার্সের সঙ্গে বেঙ্গালুরু ব্লাস্টার্সের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৭ ২০:৩৯
স্ত্রী মায়ান্তির সঙ্গে বিনি। ছবি: স্টুয়ার্ট বিনির ইনস্টাগ্রাম সৌজন্যে।

স্ত্রী মায়ান্তির সঙ্গে বিনি। ছবি: স্টুয়ার্ট বিনির ইনস্টাগ্রাম সৌজন্যে।

বিবাহবার্ষকীর দিন স্বামীর সাক্ষাৎকার নিলেন স্ত্রী। শুনতে অবাক লাগলেও এমনটাই হয়েছে ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকা ক্রিকেটার স্টুয়ার্ট বিনির সঙ্গে।

শুক্রবার পঞ্চম বিবাহবার্ষিকী ছিল মায়ান্তি ল্যাঙ্গার এবং স্টুয়ার্ট বিনির। আর এই দিনই কর্নাটক প্রিমিয়ার লিগে খেলা ছিল বিনির দল বেলাগাভী প্যান্থার্সের সঙ্গে বেঙ্গালুরু ব্লাস্টার্সের। এ দিনের ম্যাচে ৪৬ বলে ৮৭ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন বিনি, সঙ্গে বল হাতে দু’টি উইকেট নেন। আর বিনির এই পারফরম্যান্সের কারণে ম্যাচের সেরাও নির্বাচিত হন তিনি। এর পরেই বিনির সাক্ষাৎকার নেন তাঁর স্ত্রী মায়ান্তি ল্যাঙ্গার। মায়ান্তি কর্নাটক প্রিমিয়ার লিগ সম্প্রচারের দায়িত্বে থাকা সংস্থার হয়ে সঞ্চালকের কাজ করছেন। স্টুয়ার্ট-মায়ান্তির এই সাক্ষাৎকারের ভিডিও টুইটারে পোস্ট হতেই নেট দুনিয়ায় তা ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: টস ‘কেলেঙ্কারি’ নিয়ে এ বার ভিডিও প্রকাশ শ্রীলঙ্কা বোর্ডের

আরও পড়ুন: নয়া এই শটের নাম ‘হেলিস্কুপ’, দেখুন ভিডিও

টুইটারে এক বিনি সমর্থক লেখেন, “শুভ বিবাহবার্ষিকী স্টুয়ার্ট বিনি। স্ত্রী যে সব সময় আপনার পাশে রয়েছে বোঝা গেল।” অপর এক ভক্ত বলেন, “শুভ বিবাহবার্ষিকী মায়ান্তি ল্যাঙ্গার। বিশেষ দিনটিতে এর থেকে ভাল উপহার আর কিছু হতে পারে না।”

তবে ভারতীয় ক্রিকেটে এই দৃশ্য প্রথম হলেও ক্রীড়া ক্ষেত্রে এটা প্রথম ঘটল এমনটা নয়। ২০১০ সালে ফুটবল বিশ্বকাপ জয়ের পর তৎকালীন স্পেন গোলরক্ষক ক্যাসিয়াসের সক্ষাৎকার নিয়েছিলেন তাঁর বান্ধবী সারা কার্বোনেরো।_ & & 👩‍❤️‍👩❤️ ❤️

Stuart Binny Mayanti Langer Twitter Karnataka Premier League স্টুয়ার্ট বিনি মায়ান্তি ল্যাঙ্গার
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy