যাত্রা শুরু হল দক্ষিণ কলিকাতা সংসদের নতুন স্পোর্টস কমপ্লেক্সের। বুধবার দেশপ্রিয় পার্কে স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং লিয়েন্ডার পেজ। ছিলেন দক্ষিণ কলিকাতা সংসদের সভাপতি দেবাশিস কুমারও।
অনুষ্ঠানে ছোটবেলার স্মৃতিতে ফিরে গেলেন সৌরভ এবং লিয়েন্ডার। তাঁদের বক্তব্যে উঠে এল দক্ষিণ কলিকাতা সংসদে খেলার দিনগুলির কথা। লিয়েন্ডার বলেন, ‘‘যে কোর্টের উপর অনুষ্ঠানের মঞ্চ তৈরি হয়েছে, সেই কোর্টে বহু দিন খেলেছি, অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই ক্লাবের সঙ্গে।’’ খেলাধুলোর প্রতি ছোটদের আগ্রহ তৈরি এবং গুরুত্ব দেওয়ার কথা বলেন সৌরভ এবং লিয়েন্ডার। প্রাক্তন টেনিস খেলোয়াড় বিশেষ গুরুত্ব দেন ছোট ছোট মেয়েদের খেলার মাঠে আসতে উৎসাহিত করার উপর।
আরও পড়ুন:
অনুষ্ঠানে উঠল গ্রেগ চ্যাপেলের প্রসঙ্গও। সৌরভের কাছে জানতে চাওয়া হয়, লিয়েন্ডার লকার রুমে চ্যাপেলের সঙ্গে থাকলে কেমন হত?’’ জবাবে রসিকতা করে সৌরভ বলেন, ‘‘আমি চাইব লিয়েন্ডার লকার রুমে রজার ফেডেরারের সঙ্গে সময় কাটাক।’’
নতুন স্পোর্টস কমপ্লেক্সে সাতটি নতুন ঘর তৈরি করা হয়েছে। তার মধ্যে দু’টি ঘর সৌরভ এবং লিয়েন্ডারকে উৎসর্গ করেছেন ক্লাব কর্তারা। দু’জনেই তাঁদের জন্য নির্দিষ্ট ঘর ইচ্ছামতো ব্যবহার করতে পারবেন। চাইলে সেখানে থাকতেও পারবেন।