অক্টোবরের ইডেনে বাংলা বনাম এমসিসি?
আশ্চর্য শোনাতে পারে। কিন্তু মঙ্গলবারের পর এমন একটা সম্ভাবনা তৈরি হয়ে গেল। যেখানে বিশ্বের শতবর্ষ প্রাচীন ক্লাবের টিমকে দেখা যেতে পারে ইডেনে নামতে, দেখা যেতে পারে লক্ষ্মীরতন শুক্ল, মনোজ তিওয়ারিদের সঙ্গে বাইশ গজে মহড়া নিতে! মেরিলিবোন ক্রিকেট ক্লাবকে যে টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ জানিয়ে ফেলল সিএবি।
দেড়শো বছর আগে অক্টোবরের শেষ সপ্তাহে ইডেনে প্রথম ক্রিকেট হয়েছিল। সিএবি তাই চাইছে, দেড়শো বছর পূর্তি উপলক্ষ্যে ঐতিহ্যশালী কোনও ক্লাবকে আনতে। অক্টোবরের শেষ সপ্তাহে একটা টুর্নামেন্ট করতে। শোনা গেল, যুগ্ম-সচিব সৌরভ গঙ্গোপাধ্যায় এমসিসি-সহ বিভিন্ন টিমের সঙ্গে কথাবার্তা বলছেন। সিএবি কর্তাদের মনে হচ্ছে, এমন একটা টুর্নামেন্ট হলে দু’টো লাভ।