Advertisement
২৭ সেপ্টেম্বর ২০২৩

লিয়োর কথা বলতে গিয়ে কেঁদেই ফেললেন নেমার

লিয়োনেল মেসির কথা বলতে দিয়ে কেঁদে ফেললেন নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। সঙ্গে জানালেন বার্সেলোনা ছেড়ে এলেও আর্জেন্টাইন তারকা এখনও তাঁর বন্ধু। এবং নেমারের মন্তব্য, মেসিই ‘বিশ্বসেরা’। 

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৪৫
Share: Save:

লিয়োনেল মেসির কথা বলতে দিয়ে কেঁদে ফেললেন নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। সঙ্গে জানালেন বার্সেলোনা ছেড়ে এলেও আর্জেন্টাইন তারকা এখনও তাঁর বন্ধু। এবং নেমারের মন্তব্য, মেসিই ‘বিশ্বসেরা’।

শোনা যাচ্ছে, প্যারিস সাঁ জারমাঁয় (পিএসজি) স্বচ্ছন্দ হতে পারেননি ব্রাজিলীয় তারকা। এমন জল্পনাও চলছে যে, তিনি বার্সায় ফিরতে আগ্রহী। জল্পনা উস্কে তাঁর বাবা বলেছেন, ‘‘কিছুই অসম্ভব নয়। ফুটবলে এমনটা হামেশাই ঘটছে।’’

মেসি সম্পর্কে নেমার বলেছেন, টিভি চ্যানেলে। বলতে বলতে কেঁদে ফেলেন, ‘‘বিশ্বাস করুন, সবাইকেই আমি গল্পটা বলি। সব চেয়ে খারাপ সময় দলের সেরা মানুষটাকে পাশে পেয়েছি। যে কিনা বিশ্বসেরাও। ও-ই এগিয়ে এসে ভালবেসেছে।’’

নেমারের আরও মন্তব্য, ‘‘লিয়ো আমাকে বলত, তুমি তোমার মতো আনন্দে থাকবে। মনে করবে স্যান্টোসে খেলো। সংকোচবোধ যেন না থাকে। এই ক্লাবে আমাকে বা অন্য কাউকে ভয় পাবে না। আমরা তোমাকে সাহায্য করতেই আছি।’’ বার্সেলোনায় তাঁর ফিরে আসার সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হয় নেমারকে। জবাবে নেমার ইঙ্গিত দেন, বার্সায় প্রত্যাবর্তন কঠিন হলেও অসম্ভব নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE