লা লিগা খেতাব তাঁদের আয়ত্তের মধ্যে থেকেও চলে গিয়েছে রিয়াল মাদ্রিদ শিবিরে। আর তাতেই রাগে, যন্ত্রণায় ছটফট করছেন বার্সেলোনার ভরসা লিয়োনেল মেসি।
বৃহস্পতিবার রাতে ওসাসুনার বিরুদ্ধে পিছিয়ে গিয়েও দুরন্ত ফ্রি-কিকে সমতা ফিরিয়েছিলেন এল এম টেন। কিন্তু শেষ পর্যন্ত ১-২ হারতে হয়েছে তাঁদের। রিয়াল মাদ্রিদ অন্য ম্যাচে ভিয়ারিয়ালকে ২-১ হারিয়ে ঘরে তুলেছে এ বারের লা লিগা খেতাব।
খেতাব হাতছাড়া হওয়ার যন্ত্রণাবিদ্ধ মেসি ম্যাচের পরেই দর্শকহীন ক্যাম্প ন্যু স্টেডিয়ামে দলের দুর্বলতা উল্লেখ করে বদলের ডাক দিলেন। যে প্রতিক্রিয়ায় প্রশ্ন উঠছে, ম্যানেজার কিকে সেতিয়েন চ্যাম্পিয়ন্স লিগেও ডাগ-আউটে থাকবেন কি না? সেতিয়েন বলছেন, ‘‘এ ব্যাপারে আশাবাদী হলেও নিশ্চিত নই।’’