ঝাড়া তিন ঘণ্টা ভক্তকুল ঠায় দাঁড়িয়ে। তাঁকে এক ঝলক দেখার জন্য। অবশেষে তিনি এলেন, দেখলেন, জিতে নিলেন। দুবাইয়ে গ্লোব সকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। তিনি— লিওনেল মেসি। যাঁর ম্যাঞ্চেস্টার সিটি-তে যাওয়া নিয়ে এখন জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে আর্জেন্তিনার মহাতারকাকে বছরে কুড়ি মিলিয়ন পাউন্ডের প্রস্তাবও দিয়েছে ম্যান সিটি। অবশ্য বার্সেলোনার সঙ্গে মেসির বর্তমান চুক্তি শেষ হতে এখনও আড়াই বছর বাকি। এ দিন আবার বার্সেলোনা বর্ষসেরা ক্লাবের সম্মান জেতে। বার্সার রাজপুত্র বলেন, ‘‘এ রকম সম্মান পেয়ে দারুণ লাগে। দুরন্ত বছর গেল। তবে আগেও বলেছি পুরো কৃতিত্বটাই টিমের।’’ অনুষ্ঠানে ইতালির আন্দ্রে পির্লো আর ইংল্যান্ডের ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডও পুরস্কৃত হন।
ইতালির তারকা আন্দ্রে পির্লো ও তাঁর দুই সন্তানের সঙ্গে মেসি।