Advertisement
২৩ এপ্রিল ২০২৪
ক্রুয়েফের সেরা একাদশে নেই দুই মহাতারকা

মেসির প্রত্যাবর্তন হয়তো ম্যান সিটি ম্যাচে

লিও মেসির ভক্তদের জন্য ভাল খবর। আবার খারাপও! ভাল খবর ভবিষ্যতের জন্য। খারাপটা অতীতের নিরিখে। ভাল খবর মাঠে ফেরার ব্যাপারে। খারাপটা মাঠে থাকার যোগ্যতা অর্জনে ব্যর্থতা।

পরিবারের সঙ্গে সিনেমা হলে ছুটির মেজাজে এলএম টেন। ছবি:  টুইটার।

পরিবারের সঙ্গে সিনেমা হলে ছুটির মেজাজে এলএম টেন। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৬ ০৩:২৬
Share: Save:

লিও মেসির ভক্তদের জন্য ভাল খবর। আবার খারাপও!

ভাল খবর ভবিষ্যতের জন্য। খারাপটা অতীতের নিরিখে।

ভাল খবর মাঠে ফেরার ব্যাপারে। খারাপটা মাঠে থাকার যোগ্যতা অর্জনে ব্যর্থতা।

কাতালান ক্লাব সূত্রের টাটকা খবর অনুযায়ী, মেসি অতি সম্প্রতি বার্সেলোনার মেডিক্যাল স্টাফের প্রধান ডাক্তার রিকার্ড প্লানা-র সঙ্গে বসেছিলেন। বার্সা টিম ডাক্তার মেসির একঝাঁক মেডিক্যাল পরীক্ষা নিয়ে রায় দিয়েছেন, আর্জেন্তিনীয় রাজপুত্রের চোটের নিরাময় ঠিক পথে, পরিকল্পনা মাফিকই এগোচ্ছে। সব কিছু ঠিকঠাক চলছে। এবং মেসি তাঁর ট্রেনিং শিডিউল চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্পূর্ণ মুক্ত। ডাক্তারের কোনও বিধিনিষেধ আর নেই। এলএম টেনের মাঠের ফেরার ব্যাপারেও নাকি আর বিধিনিষেধ থাকছে না চিকিৎসকের।

গত অগস্টের শেষাশেষি আর্জেন্তিনা জাতীয় দলের শিবিরে যোগ দেওয়া ইস্তক মেসির কুঁচকির চোট নিয়ে সমস্যা চলছে। প্রাক্ বিশ্বকাপে উরুগুয়ে ম্যাচে তাঁর কুঁচকির সমস্যা আরও বাড়ে। বার্সেলোনায় ফিরে আসতে বাধ্য হন। তার পর বেশ কিছু ম্যাচ খেললেও লা লিগায় আটলেটিকো মাদ্রিদ ম্যাচে ফের পুরনো চোটের জায়গায় আঘাত পান। তিন সপ্তাহ ছিটকে গিয়েছেন ফের। কিন্তু ডাক্তারের শেষ রায়ের পরে ওয়াকিবহাল মনে করছে, মেসির ট্রেনিং আগামী কয়েক দিনের মধ্যেই অনেকটা বেড়ে যাবে। শুক্রবার ভারতীয় সময় ভোররাতে দেশের জার্সিতে মেসি হয়তো পেরু ম্যাচ খেললেন না। কিন্তু আগামী দু’সপ্তাহের মধ্যে তিনি ম্যাচ ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। মনে করা হচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার সিটি ম্যাচে হয়তো মাঠে ফিরবেন এলএম টেন।

ক্রুয়েফের সেরা একাদশ

কিন্তু পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী মেসি এক কিংবদন্তির আশীর্বাদ পাচ্ছেন না। তিনি, প্রয়াত জোহান ক্রুয়েফ। ডাচ ফুটবল শিল্পী তথা প্রাক্তন বার্সা মহাতারকা ফুটবলার কোচ ক্রুয়েফের আত্মজীবনী ‘মাই টার্ন’ এ সপ্তাহেই প্রকাশিত হতে চলেছে। যে বইতে ক্রুয়েফ তাঁর স্বপ্নের ফুটবলার একাদশ গড়েছেন। আশ্চর্যজনক ভাবে তাঁর বাছা সর্বকালের সেরা একাদশে নেই মেসি বা রোনাল্ডোর কেউই। আসলে এখনও খেলছেন এমন কোনও ফুটবলারই নেই ক্রুয়েফের স্বপ্নের একাদশে। অথচ তিনি মারা গিয়েছেন মাস কয়েক আগে। বরং রিয়াল মাদ্রিদের বহু অতীতের কিংবদন্তি ফুটবলার আলফ্রেদো দি’স্তেফানো দলে আছেন। আছেন পেপ গুয়ার্দিওলা পর্যন্ত। যাঁকে ন্যু কাম্পে কোচ থাকার সময় প্রশিক্ষণ দিয়েছিলেন ক্রুয়েফ।

তাঁর স্বপ্নের দলে মেসিকে না রাখার কারণ ক্রুয়েফ দিয়েছেন, ‘‘বড্ড তাড়াতাড়ি!’’ আবার মেসির বার্সেলোনার প্রাক্তন কোচ পেপ সম্পর্কে ফাঁস করেছেন গোপন তথ্য। ‘‘পেপকে স্প্যানিশ দ্বিতীয় ডিভিশনের ক্লাবে বিক্রি করে দিতে বার্সোলানা কর্তাদের আমিই বাধা দিয়েছিলাম। বার্সা ফুটবলার পেপের হাত থেকে বাঁচতে চেয়েছিল। ওকে ভাবত রোগাপাতলা, খারাপ ডিফেন্সিভ কোয়ালিটি আর এরিয়াল বলে বেকার এক প্লেয়ার। কিন্তু কেউ পেপের গেম রিডিং আর সেটাকে কাজে লাগানোর ক্ষমতাটাকে বোঝেনি,’’ আত্মজীবনীতে লিখেছিলেন ক্রুয়েফ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Messi Man city
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE