Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বছরের শুরুতে মানবিক মেসিকে দেখল বিশ্ব

হাসপাতালে হঠাৎই দেখা রাজপুত্রর সঙ্গে। বছরের শুরুতে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের সঙ্গে আচমকা দেখা হল স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার জুয়ান কাপদেভিয়ার।

মেসি ও সুয়ারেজের সঙ্গে কাপদেভিয়া। ছবি: টুইটার।

মেসি ও সুয়ারেজের সঙ্গে কাপদেভিয়া। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৭ ০৩:০৭
Share: Save:

হাসপাতালে হঠাৎই দেখা রাজপুত্রর সঙ্গে।

বছরের শুরুতে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের সঙ্গে আচমকা দেখা হল স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার জুয়ান কাপদেভিয়ার। আরও ভাল ভাবে বললে প্রথম আইএসএলে নর্থইস্টের মার্কি ফুটবলার-এর।

ঘটনাটা কী? বার্সেলোনার নেন্স হাসপাতালে অসুস্থ শিশুদের সঙ্গে সময় কাটাতে যান লুইস সুয়ারেজ ও লিওনেল মেসি। শিশুদের মধ্যে একজন ছিল কাপদেভিয়ার ছেলে। শিরদাড়ার সমস্যায় যে ভর্তি। প্রায় আধঘণ্টা জুনিয়র কাপদেভিয়ার সঙ্গে কাটান মেসি। হাসপাতালে সে সময় উপস্থিত ছিলেন কাপদেভিয়া।

কাপদেভিয়া বলছেন, ‘‘দারুণ লাগল মেসি আর সুয়ারেজের সঙ্গে দেখা করে। আমার ছেলের বয়স মাত্র কুড়ি মাস। কিন্তু আমার বড় ছেলের ছ’বছর। ও খুব বড় বার্সা ফ্যান। মেসিকে দেখে বিশ্বাসই করতে পারছিল না।’’

মেসিও পরে হাসপাতালে অসুস্থ শিশুদের দেখে বাড়ি ফেরার পথে বলে যান, ‘‘আমাদের প্রত্যেককেই জীবনে নানা অসুবিধার মধ্য দিয়ে যেতে হয়। যেখানে চলতে গিয়ে আমাদের নানা অসুবিধার সামনে পড়তেও হয়। যার সঙ্গে অনেকেই মানিয়ে চলতে না পেরে অসহিষ্ণু হয়ে পড়েন। কিন্তু ফুলের মতো দেখতে এই সব শিশুদের কষ্টগুলো নিজের চোখে দেখার পর বলতেই হচ্ছে, খুদেগুলো নানা যন্ত্রনার পরেও যদি হাসিমুখে থাকতে পারে, তা হলে আমরা নই কেন? ওদের থেকে একটা বড় শিক্ষা পেলাম।’’

বৃহস্পতিবার রাতে আবার কোপা দেল রে-তে নামছে বার্সেলোনা। প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। চব্বিশ ঘণ্টা আগে অবশ্য সেভিয়াকে প্রথম পর্বে ৩-০ হারাল রিয়াল মাদ্রিদ। রোনাল্ডো-হীন ম্যাচে জোড়া গোল করলেন হামেস রদ্রিগেজ। জিদান আবার বললেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খুব শীঘ্রই ফিরবেন প্রথম দলে। তাঁকে অনেক বিশ্রাম দেওয়া হয়েছে।

জিদান বলছেন, ‘‘রোনাল্ডো অনেক বিশ্রাম পেয়েছে। এ বার ওকে ফিরতে হবে।’’ পাশাপাশি আবার রোনাল্ডো এখন বান্ধবীর সঙ্গে ছুটি কাটাতে ব্যস্ত। তাঁকে শেষ বার মাদেইরাতে দেখা গিয়েছে। যেখানে বান্ধবীর সঙ্গে ছুটি কাটাতে যান সিআর সেভেন। জিদান বলছেন, ‘‘আমি খুশি কোপা দেল রে-তে আমরা জিতেছি। এ বার সামনে লা লিগা। সেখানেও ভাল খেলতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Messi Barcelona
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE