লিওনেল মেসি মানে অবিশ্বাস্য সব গোল। লিওনেল মেসি মানে চোখ ধাঁধানো সব ড্রিবল। লিওনেল মেসি মানে অভাবনীয় সব কীর্তি। যার একটার সাক্ষী থাকল শনিবার রাতের ক্যাম্প ন্যু। যখন বার্সেলোনার হয়ে তাঁর ছ’শোতম ম্যাচ খেলতে নামলেন মেসি।
যে ম্যাচে মেসির কাছ থেকে কোনও গোল না পাওয়া গেলেও স্বাভাবিক ভাবে তিনিই ছিলেন আকর্ষণের কেন্দ্রে। মেসির সতীর্থ ইনিয়েস্তা বলেছেন, ‘‘আমি নিশ্চিত, মেসি আরও অনেক বেশি ম্যাচ খেলবে বার্সেলোনার হয়ে। ও যখন ক্লাব কেরিয়ার শেষ করবে, তখন দেখবেন ছ’শো সংখ্যাটা খুব কমই লাগবে।’’ বার্সা মিডফিল্ডার আরও যোগ করেন, ‘‘আমি আশা করব, বার্সার হয়ে আরও অনেক ট্রফি জিতবে মেসি।’’
সেভিয়ার সঙ্গে ম্যাচ খেলার পরে আপাতত ‘ইন্টারন্যাশনাল ব্রেক।’ ক্লাবের এখন কোনও ম্যাচ নেই। মেসি যাবেন আর্জেন্তিনার হয়ে খেলতে। আর্জেন্তিনা এ বার একটা আন্তর্জাতিক ‘ফ্রেন্ডলি’ ম্যাচ খেলবে রাশিয়ার বিরুদ্ধে। যার জন্য মেসির আর্জেন্তিনা এ বার যাচ্ছে রাশিয়ায়।
সেভিয়ার বিরুদ্ধে নামার আগে অবশ্য মেসি বন্দনা শুরু হয়ে গিয়েছিল সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটগুলোয়। বার্সেলোনার ওয়েবসাইটে মেসির কৃতিত্বের কথা তুলে ধরে লেখা হয়, ক্লাবের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় মেসির আগে এখন আছেন শুধু জাভি হার্নান্দেজ এবং আন্দ্রে ইনিয়েস্তা।
এই মরসুমে বার্সেলোনার সঙ্গে মেসির নতুন চুক্তি হওয়া নিয়ে নাটক কম হয়নি। কিছু দিন আগে পর্যন্ত বলা হয়েছিল, মেসি নতুন চুক্তিতে সই করতে চান না। এরই মাঝে নেমার দ্য সিলভা বার্সা ছেড়ে চলে যাওয়ায় আরও ঝামেলায় পড়ে যায় ক্লাব। শেষ পর্যন্ত অবশ্য মেসির দুরন্ত ফর্ম লা লিগায় এখনও পর্যন্ত এক নম্বরে রেখেছে বার্সেলোনাকে।
শনিবার ম্যাচের শেষে ইনিয়েস্তা বলছিলেন, ‘‘আমাদের এ দিনের লড়াইটা খুব সোজা ছিল না। সেভিয়া বেশ ভাল দল। ওরা ১-১ করার পরে অবশ্য আমরা ২-১ ম্যাচ জিতে গেলাম।’’
ইনিয়েস্তা নিজে অবশ্য চোট আঘাতের সমস্যা নিয়ে বেশ ভুগেছেন। ইনিয়েস্তা বলছেন, ‘‘আমার ট্রেনিং বেশ ভালই চলছে। আশা করি আর সমস্যা হবে না।’’