ছবি: রয়টার্স।
আর্সেনালেই থাকছেন মেসুত ওজিল।
অ্যালেক্সিস স্যাঞ্চেজের সঙ্গে ২৮ বছর বয়সি জার্মান মিডফিল্ডারও আর্সেনাল ছাড়তে পারেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি, যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ইংল্যান্ডেই থেকে যাচ্ছেন তিনি। আর্সেনালের সঙ্গে সপ্তাহে ২ লক্ষ ৮০ হাজার পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ৩৫ লক্ষ) বেতনের নতুন চুক্তিতে সই করছেন ওজিল। এর ফলে তিনিই হতে চলেছেন আর্সেনালের সবচেয়ে মূল্যবান ফুটবলার।
২০১৩ সালে রিয়াল মাদ্রিদ থেকে ৪২.৫ মিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫৭ কোটি) আর্সেনালে সই করেন ওজিল। ইংলিশ প্রিমিয়ার লিগে ১১৬ ম্যাচে ২৩টি গোল করেছেন তিনি। ৪৫টি গোলের পাস বাড়িছেন এই মিডফিল্ডার। ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপে জার্মানির চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে মূখ্য ভূমিকা নিয়েছিলেন ওজিল। এই মুহূর্তে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাক-মরসুম টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স কাপ খেলতে ব্যস্ত। আগের ম্যাচে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে অবশ্য খুব একটা ছন্দে ছিলেন না। দ্বিতীয়ার্ধের শুরুতেই তাঁকে তুলে নিয়েছিলেন ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার। টাইব্রেকারে ৩-২ গোলে বায়ার্ন মিউনিখকে হারায় আর্সেনাল।
আরও পড়ুন:
ডার্বি জিতিয়ে ম্যান ইউয়ের নায়ক লুকাকু
ওজিল আর্সেনালে থাকলেও স্যাঞ্চেজকে নিয়ে ধোঁয়াশা অব্যাহত। মরসুম শেষ হওয়ার পর তাঁর বায়ার্ন মিউনিখে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল। স্যাঞ্চেজ অবশ্য কোনও মন্তব্য করেননি তাঁর ভবিষ্যৎ নিয়ে। চিলে স্ট্রাইকার দলের সঙ্গে চ্যাম্পিয়ন্স কাপ খেলতেও যাননি। কনফেডারেশনস কাপের পর পরিবারের সঙ্গে ছুটি কাটাতে চলে গিয়েছেনি। যদিও ওয়েঙ্গার জানিয়েছেন, স্যাঞ্চেজকে কোনও অবস্থাতেই বিক্রি করবেন না। তাঁর বিশ্বাস শেষ, পর্যন্ত আর্সেনালেই থাকবেন চিলে-তারকা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy