ভারতীয় ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসার রাহুল জোহরির বিরুদ্ধে যে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই গঠিত হয়েছে এক তদন্ত কমিটি। যে কমিটির সামনে সোমবার সাক্ষ্য দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড পরিচালনের দায়িত্বে থাকা কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের (সিওএ) সদস্যরা। যে তালিকায় আছেন সিওএ প্রধান বিনোদ রাই এবং ডায়না এডুলজি। জানা গিয়েছে, কমিটির সামনে এ দিন আরও হাজির ছিলেন ভারতীয় বোর্ডের কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরি এবং আইপিএল নিয়ে মামলা করা আদিত্য বর্মা।
বোর্ডের সিইও জোহরির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, পুরনো কর্মস্থলে মহিলা সহকর্মীকে যৌন হেনস্থা করার। যা নিয়ে তোলপাড় পড়ে যায়। তদন্ত কমিটিও গঠন করা হয়। জোহরির ইস্তফার দাবি তুলেছিলেন, সিওএ-র অন্যতম সদস্য এডুলজি।
সোমবার একে একে সাক্ষ্য দিতে আসেন সবাই। নিজেদের বক্তব্য পেশ করেন। বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘হ্যাঁ, বিনোদ রাই, অনিরুদ্ধ, আদিত্য বর্মা— সবাই সাক্ষ্য দিয়েছে। অমিতাভ চৌধুরি (বোর্ডের ভারপ্রাপ্ত সচিব) ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় আসতে পারেননি।’’