Advertisement
২০ এপ্রিল ২০২৪

হিউজি সতীর্থই ক্লার্কের

মাইকেল ক্লার্ক এখনও ভোলেননি ফিল হিউজকে। প্রয়াত বন্ধুকে নিয়ে কথা বলতে গিয়ে এখনও তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৭ ০৩:১০
Share: Save:

মাইকেল ক্লার্ক এখনও ভোলেননি ফিল হিউজকে। প্রয়াত বন্ধুকে নিয়ে কথা বলতে গিয়ে এখনও তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।

বুধবার আদিত্য স্কুল অব স্পোর্টসে বিশেষ অতিথি হিসেবে ছাত্র-ছাত্রীদের সামনে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক। সেখানে হিউজকে নিয়ে বিশেষ স্মারক তুলে দেওয়া হয় তাঁর হাতে। স্কুলের পক্ষে একটি স্কলারশিপ চালু করা হচ্ছে হিউজের স্মৃতিতে। সেটা শুনে ক্লার্ক বলে ফেললেন, ‘‘এখনও মনে হয় হিউজি আমাকে ছেড়ে যায়নি। প্রত্যেকটা পদক্ষেপে ওকে অনুভব করি। ওকে নিয়ে কথা বলতে যাওয়াটা এখনও আমার পক্ষে কঠিন।’’

বেঙ্গালুরুতে ভারতের বিরুদ্ধে স্বপ্নের অভিষেক তাঁর। জীবনের প্রথম টেস্ট ম্যাচেই সেঞ্চুরিতে পৌঁছনোর আগে চেয়ে নিয়েছিলেন ব্যাগি গ্রিন ক্যাপ। হেলমেট পরে নয়, জীবনের প্রথম সেঞ্চুরিটা করবেন অস্ট্রেলিয়ার বিখ্যাত টুপি পরে। ‘‘আমি বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেঞ্চুরিটা করব ব্যাগি গ্রিন পরে,’’ বলেন ক্লার্ক।

ছাত্র-ছাত্রীদের বললেন, জীবনে যা-ই করো না কেন, উন্নতি করার চেষ্টা করবে সারাক্ষণ। স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্নকে সফল করো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Phillip Hughes Michael Clarke Australia Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE