লর্ডসে প্রতিকূল পরিস্থিতিতে ভারতীয় দলের ব্যাটিং বিপর্যয় দেখে এক দিকে রাহুল, বিজয়দের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্য দিকে, ফিরে এসেছে সেই তর্ক— টেস্ট ক্রিকেট থেকে কি টস তুলে দেওয়া উচিত?
লর্ডসে প্রথম দিনের খেলা বাতিল হয়ে যায় বৃষ্টিতে। দ্বিতীয় দিনে নির্ধারিত সময়েই ম্যাচ শুরু হয় এবং টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রশ্ন উঠেছে এখানেই যে, নিজেদের দেশে অনায্য সুবিধে পাচ্ছে কি না কোনও দল? ক্রিকেটে নতুন গজিয়ে ওঠা এই বিতর্ককে এ দিন উস্কে দিলেন মাইকেল হোল্ডিং। ক্যারিবিয়ান কিংবদন্তি ফাস্ট বোলারের প্রশ্ন, ‘‘নিজেদের দেশে সব কিছুই তো সেই দলটার পক্ষে। নিজের ইচ্ছা মতো পিচ বানাচ্ছি। এখানকার পরিবেশ, পরিস্থিতিতে খেলে বড় হয়েছি। এই দু’টো ব্যাপারই তো বড় অ্যাডভ্যান্টেজ। আবার টসের সুবিধেও পাবে কেন?’’
টেস্ট ক্রিকেটে ঘরে-বাইরের তফাত মেটানোর কথা উঠতে শুরু করেছে কারণ দেখা যাচ্ছে, বেশির ভাগ দলই নিজেদের দেশে জিতছে, বিদেশে গিয়ে পারছে না। এর একটা কারণ যদি গুণগত মানের অধঃপতন হয়, তা হলে আর একটা কারণ দলগুলোর মাত্রাতিরিক্ত ভাবে ‘হোম অ্যা়ডভ্যান্টেজ’ নিতে চাওয়া। ভারতে বিদেশি দল খেলতে এলে যেমন ঘূর্ণিতে ফেলে দেওয়া হচ্ছে, তেমনই দক্ষিণ আফ্রিকায় গেলে পুরো ঘাসের পিচে ফেলা হচ্ছে কোহালিদের। কখনওসখনও এই পিচগুলো ক্রিকেট খেলারই যোগ্য বলে বিবেচিত হচ্ছে না। আইসিসি নিয়মে খারাপ পিচের জন্য শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে। ক্রিকেট কেন্দ্র নির্বাসিতও হতে পারে। তাতেও সমস্যা পুরোপুরি মেটেনি।