মিনার্ভা এফসি ৩ : লাজং এফসি ২
মিনার্ভা এফসি বনাম লাজং এফসি ম্যাচে উত্তাপের আঁচ পৌঁছে গেল কলকাতা ময়দানেও!
বুধবার হরিয়ানার পঞ্চকুল্লায় দেবীলাল স্টেডিয়ামে ঘরের মাঠে লাজংকে ৩-২ হারিয়ে খেতাবের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল মিনার্ভা। কিন্তু এই ম্যাচ লাজংয়ের গোল বাতিলকে কেন্দ্র করেই অগ্নিগর্ভ হয়ে উঠল আবহ। ম্যাচের ৬ মিনিটে এরিক দানোর গোলে এগিয়ে যায় মিনার্ভা। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ব্যবধান বাড়ান বালি গগনদীপ। ৬০ মিনিটে লাজংয়ের হয়ে ব্যবধান কমান ড্যানিয়েল ওডাফিন। তিন মিনিটের মধ্যে গোল করে সমতা ফেরান দো। ৮১ মিনিটে ফের গোল করে মিনার্ভাকে এগিয়ে দেন গগনদীপ। কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে নাটকীয় ভাবে বদলে যায় পরিস্থিতি। ৯০ মিনিটে স্যামুয়েল লালমুনপুইয়ার সেন্টার থেকে আবদৌলে কোফির হেড মিনার্ভার জালে জড়িয়ে যায়। লাইন্সম্যান গোলের নির্দেশ দিলেও তা বাতিল করে দেন রেফারি তেজস নাগবেঙ্গর। ম্যাচের পরে ক্ষুব্ধ এক লাজং কর্তা ফোনে বললেন, ‘‘রেফারি জানিয়েছেন, কোফি নাকি হেড করার সময় মিনার্ভা গোলরক্ষককে ধাক্কা দিয়েছিল। সেই কারণেই গোল বাতিল হয়েছে। অথচ ওদের গোলরক্ষককে স্পর্শ পর্যন্ত করেনি কোফি। টেলিভিশনে রিপ্লে-তেই সেটা স্পষ্ট দেখা গিয়েছে।’’ সঙ্গে যোগ করেন, ‘‘পুরো ঘটনাটাই আমরা সরকারি ভাবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে জানিয়েছি। যদিও তাতে কোনও লাভ হবে বলে মনে হয় না। মিনার্ভাকে চ্যাম্পিয়ন করানোই একমাত্র লক্ষ্য এআইএফএফ-এর।’’